Ami Ashbo Lyrics by Rupankar Bagchi:
Song: Ami asbo
Vocal, Lyrics & Composition: Rupankar Bagchi
Mixing and Mastering: Arko
Lead Guitar: Bibhas
Rhythm Guitar: Rupankar
Video Designing: Tamal Duary
Label: Asha Audio
Ami Ashbo Song Lyrics In Bengali:
তুমি কি সারারাত ধরে
অপেক্ষায় ছিলে, আমি আসবো ?
তুমি কি বিকেলে কোনো
জানলার ধারে, আমি আসবো ?
আসেনি কোনো ঝড়, আসিনি তো আমি
উদাসীনতা পেরিয়ে দিগন্তে উঠবে ঝড়
আমি আসবো, আমি আসবো,
তুমি কি সারারাত ধরে
অপেক্ষায় ছিলে, আমি আসবো ?
আলোক বিন্দু প্যারাট্রুপারের মতো
খালি ঝরছে,
তোমার স্বপ্নেরা কি
আনমনে চুপটি করে ভাবছে ?
অসংখ্য দুঃখরা অযাচিত ভাবেই
ফিরে আসছে,
তোমার ধৈর্য কি তখনো
আমারি কথাই ভাবছে?
খালি ভাবছে।
বিষন্নতার ঘরে জ্বালিয়ো
তুমি আমি আসবো,
ঠিকানা বদলীয়
নতুন ঠিকানাতে আমি আসবো।
আসেনি কোনো ঝড়, আসিনি তো আমি
উদাসীনতা পেরিয়ে দিগন্তে উঠবে ঝড়
আমি আসবো, আমি আসবো,
তুমি কি সারারাত ধরে
অপেক্ষায় ছিলে, আমি আসবো ?
ঠিকানা বদলীয়
নতুন ঠিকানাতে আমি আসবো।
প্রতারণারই পড়তে পড়তে
দৃঢ়তা বাড়ছে,
ভালো থাকারই মহলা চলছে তবু
কারা কাঁদছে? হুঁ হুঁ
এটুকু আরও টুকু নিয়ে
তুমি আমি নিম্ন মধ্যবিত্ত,
যারা জেতে রোজ
তারাই খালি রোজই জিতে যাচ্ছে,
খালি জিতছে,
তবু রেডিওতে
হাল ছেড়োনা বন্ধু বাজছে, আমি আসবো।
আগোল টা আলগা করে রেখো
হঠাৎ করেই চলে আমি আসবো,
আসেনি কোনো ঝড়, আসিনি তো আমি
উদাসীনতা পেরিয়ে দিগন্তে উঠবে ঝড়
আর আমি আসবো, আমি আসবো,
তুমি কি সারারাত ধরে
অপেক্ষায় ছিলে, আমি আসবো ?
তুমি কি বিকেলে কোনো
জানলার ধারে, আমি আসবো।
[আমি আসবো লিরিক্স - রূপঙ্কর বাগচী]
You May Also Like:
Dakchi Pichu Tomay Barbar Lyrics - ডাকছি পিছু তোমায় বারেবার [Mahtim Shakib]
Depression Lyrics (ডিপ্রেশন) Tazul Islam [Samz Vai]
Dole Dodul Dole Jhulona Lyrics (দোলে দোদুল দোলে ঝুলনা) Shyamal Mitra
E Amar Gurudakshina Lyrics (এ আমার গুরুদক্ষিণা) Kishore Kumar
E Hawar Parapar Lyrics (এ হাওয়ার পারাপার) Raj Barman - Madhuraa
0 Comments