Shona Diya Bandhayachi Ghor Lyrics (সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর)
Song: Shona Diya Bandhayachi Ghor
Original Singer: Mujib Pordeshi
Lyrice & Tune: Hasan Motiur Rahman
Cover by: Rishi Panda
Shona Diya Bandhayachi Ghor Lyrics :
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জোরো জর,
আমি কি করে বাস করিব এই ঘরে রে
হো আমি কি করে বাস করিব এই ঘরে রে
হায়রে, তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে, তুই সে আমার মন।
তিন তক্তার এ নৌকা খানি
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি,
আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
হো আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
হায়রে, তুই সে আমার মন,
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে, তুই সে আমার মন।
আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে,
ও আমার এই স্বপন কি মিথ্যা
হইতে পারে রে,
ও আমার এই স্বপন কি মিথ্যা
হইতে পারে রে,
হায়রে, তুই সে আমার মন,
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে, তুই সে আমার মন।
[সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর লিরিক্স]
You may also like:
0 Comments