Shunya Khatar Gaan Lyrics by Sahana Bajpaie:
Song: Shunya Khatar Gaan
Singer: Sahana Bajpaie
Lyrics: Debasmita
Composition, Arrangement, Piano,
Keyboard Programming, Bass, Guitar: Aador
Guitar: Satadru Das
Violin: Aniruddha Chakraborty
Recorded at: Hindusthan Record
Visual Concept: Shinjan Neogi
Animation: Shinjan Neogi & Abhishek Panchal
You may also like -
Chhonnochhara Mon Lyrics (ছন্নছাড়া মন) [Tansener Tanpura 2 Web Series]
Chokher Polok Lyrics (চোখের পলক) Aporupa - Shawon Gaanwala
Chupi Chupi Lyrics (চুপি চুপি) Habib Wahid
Diner Sheshe Lyrics (দিনের শেষে) Bjoy Roth - New!
E Naamey Se Naamey Lyrics (এ নামে সে নামে) Magic - Shaan - Anwesshaa
Shunya Khatar Gaan Lyrics In Bengali:
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়,
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়,
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ,
আটকে আছে হিসেব ভরা ঠোঙায়
আটকে আছে হিসেব ভরা ঠোঙায়।
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়।।
কাঁচের দেওয়াল ভীষণ কাছে শহর
ছোঁয়ার বেলায় দু'হাত ভরে কাজে,
কাঁচের দেওয়াল ভীষণ কাছে শহর
ছোঁয়ার বেলায় দু'হাত ভরে কাজে,
কোথায় যেন লুকিয়ে আছে জীবন
মনখারাপের গোলাপি মন্তাজে।
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়।।
এপার থেকে ওপার হাঁটে আলো
মনের কথা কেবল অপচয়,
এপার থেকে ওপার হাঁটে আলো
মনের কথা কেবল অপচয়,
এ চোখ থেকে ও চোখ বাঁধা সেতু
পাথর বেঁধে দাঁড়িয়ে আছে সময়।
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
শুন্য খাতা এত্ত কেন ভাবায়?
বন্ধ হয়ে অন্ধ কিছু মানুষ
বন্ধ হয়ে অন্ধ কিছু মানুষ,
আটকে থাকা কাদের যে ঠিক মানায়
আটকে থাকা কাদের যে ঠিক মানায়
আটকে থাকা কাদের যে ঠিক মানায়।
শূন্য খাতার গান লিরিক্স - সাহানা বাজপেয়ী :
0 Comments