Rat Name Din Bhange Lyrics by Rupak Tiary-
Song: Rat Name Din Bhange
Vocal & Composer: Rupak Tiary
Lyrics: Amita Karmoker
Guitar: Arko Roy
Programming , Mix & Master: Rupak Tiary
Direction & Filmed By: Aditya Paul
Channel Advisor: Rohan Paul
You may also like -
Ekta Dussongbad Ache Poem Lyrics (একটা দুঃসংবাদ আছে)
Eto Bhalobashi Lyrics (এতো ভালোবাসি) Imran Mahmudul
Firey Jawar Pothe Lyrics (ফিরে যাওয়ার পথে) Taalpatar Shepai
Ghum Ja Re Bibiya Lyrics (বিবিয়া) Shunno Band
Rat Name Din Bhange Lyrics In Bengali:
রাত নামে দিন ভাঙে তোমারি চোখে
বাঁধা পড়ি বারে বারে অচেনা চোখে,
আদরে চাদরে মাখা গল্পগুলো
শূন্যতায় ভাসা দিনগুলো আমায় ছুঁলো,
তোমাকে ছুঁয়ে থাকা সেই প্রহরে
যেন আজো আছি চেনা সে ঘোরে।
রাত নামে দিন ভাঙে তোমারই চোখে
বাঁধা পড়ি বারে বারে অচেনা চোখে।।
আজও আমি আঁধারে তোমায় খুঁজি
আছো দূরে তবু কাছেই বুঝি,
ওই দূরে সীমানায় আজও শুনি
ভেসে যাওয়া সময়ের প্রহর গুনি ..
প্রহর গুনি ...
আদরে চাদরে মাখা গল্পগুলো
শূন্যতায় ভাসা দিনগুলো আমায় ছুঁলো,
তোমাকে ছুঁয়ে থাকা সেই প্রহরে
যেন আজও আছি চেনা সে ঘোরে।
আ.. রাত নামে দিন ভাঙ্গে তোমারই চোখে
বাঁধা পড়ি বারে বারে অচেনা চোখে।।
রাত নামে দিন ভাঙে লিরিক্স - রূপক তিয়ারী :
0 Comments