Ontor Kande Lyrics (অন্তর কাঁদে) Samz Vai
Song: Ontor Kande
Singer: Samz Vai
Lyrics: Faisal Rabbikin
Tune & Music: Rezwan Sheikh
Story: Ashik Shuvo
Direction: Masud Rana
AD: Shahabuddin Shihab
D.O.P: Nazmus Shakib
Edit & Color: Tanvir Paros
Post Production: NS Films
Label: Soundtek
You may also like -
Tumi Je Cheye Acho Lyrics (তুমি যে চেয়ে আছো) Rabindra Sangeet
Urey Jarey Munia Lyrics (উড়ে যারে মুনিয়া) Habib Wahid - Sithi Saha
তোমায় কত ভালোবাসি - Tomay Koto Valobashi Lyrics [Mahtim Shakib]
বরিষ ধরা মাঝে - Borisho Dhora Majhe Lyrics - Rabindra Sangeet
Ontor Kande Lyrics In Bengali:
যত্ন করে তোকে
পুষে রেখেছি বুকে,
তবুও তুই কাছে রইলি না।
জীবন আমার এখন
যায় রে ধুঁকে ধুঁকে,
ভালোবাসা তুই তো বুঝবি না।
স্মৃতি জমেছে কত না তোর
মনে কি পড়ে না?
হায় এ কেমন ছলনা।
অন্তর কাঁদে তোর লাগি
তবু আমার হইলি না,
অন্তর কাঁদে তোর লাগি
তুই তো আমার হইলি না।
হৃদয় পুড়ে ছাই হয়
তাতে তোর কিছু নয়,
কী যে হয়রে যাতনা প্রাণে সহে না।
সময় সে তো চলে যায়
লাগে বড় অসহায়,
একটাই তো প্রার্থনা
ফিরে তুই আয় না,
তুই ছাড়া এ জীবনের মানে তো হয় না।
অন্তর কাঁদে তোর লাগি
তবু আমার হইলি না,
অন্তর কাঁদে তোর লাগি
তুই তো আমার হইলি না।
কত খুঁজি বাহানা
তবু ভোলা হল না,
খুঁজে ফিরি তোকেই
তুই তো দেখিস না।
নীল নীল এই বেদনা
দেখ আমাকে ছাড়ে না,
মনটা ভেঙে গেলে আর
জোড়া লাগে না,
ও.. তুই ছাড়া এ জীবনের মানে তো হয় না।
অন্তর কাঁদে তোর লাগি
তবু আমার হইলি না,
অন্তর কাঁদে তোর লাগি
তুই তো আমার হইলি না।
অন্তর কাঁদে লিরিক্স - সেমজ ভাই:
0 Comments