Niyoti Lyrics (নিয়তি) Mahtim Shakib
Song: Niyoti
Vocal, Tune & Lyrics: Mahtim Shakib
Composition: Syed Nafis
Concept: Tasmania Totiny Chowdhury
DOP: Parbot Raihan
Edit & Colour: Rafsaan Chowdhury
Planning and Execution: Dhaka Out loud,
Chowdhury Abdullah Al Muhib,
Direction: Mahtim Shakib
You may also like -
Tomar Valo Hok Lyrics [তোমার ভালো হোক] Minar Rahman
Tomare Amar Hoite Dilona Lyrics (তোমারে আমার হইতে দিলো না) Laila
Tomari Toh Kache Lyrics (তোমারই তো কাছে) Anindya [Prem Tame]
Tumi Ami O Bhor Lyrics (তুমি আমি ও ভোর) Nemesis Band
Tumi Je Cheye Acho Lyrics (তুমি যে চেয়ে আছো) Rabindra Sangeet
Urey Jarey Munia Lyrics (উড়ে যারে মুনিয়া) Habib Wahid - Sithi Saha
Niyoti Lyrics In Bengali:
চলছে জীবন, ধরাবাঁধা নিয়মে
আসে দিন, আসে রাত ক্রমে ক্রমে,
চলছে জীবন, ধরাবাঁধা নিয়মে
আসে দিন, আসে রাত ক্রমে ক্রমে।
সময় স্রোতে হারিয়ে যাওয়া
কোনো এক চেনা মুখ
মনে পড়ে যায় থেকে থেকে,
ফিরে পেতে সে সময়
এক দীর্ঘ শ্বাস,
কেনো বুকের খাঁচা পুষে রাখে ..
পারবে কি ফিরিয়ে দিতে
সে হাসি, সে অনুভুতি?
বলো পারবে কি নিয়তি?
কান্না হাসি, খুনসুটি
এ আমার হারানো স্মৃতি
বলো পারবে কি নিয়তি?
বলো পারবে কি নিয়তি?
পেরিয়ে হাজার পথ
আমি যে এক পথিক,
হাজারের মাঝেও আমি একা
হারিয়ে দিক-বেদিক।
তোমার ডায়রির প্রতিটি লেখায়
প্রতিটি পাতায়
তোমার সেই সুবাস পাই আবার,
আবার যেদিন দেখা হবে
বলবো তোমায়, গল্প আর্তনাদের
তোমায় হারাবার ..
পারবে কি ফিরিয়ে দিতে
সে হাসি, সে অনুভুতি?
বলো পারবে কি নিয়তি?
কান্না হাসি, খুনসুটি
এ আমার হারানো স্মৃতি
বলো পারবে কি নিয়তি?
বলো পারবে কি নিয়তি?
নিয়তি লিরিক্স - মাহাতিম সাকিব :
0 Comments