Kichhu Kotha Lyrics (কিছু কথা) Timir Biswas - Khonijo Prem
Song: Kichu Kotha
Album Name: Khonijo Prem
Vocal: Timir Biswas
Lyrics: Sumit Bandyopadhyay
Music: Aniruddha Rick Dutta
Arrangement: Timir Biswas & Aniruddha Rick Dutta
Mix & Master: Shamik Guha Roy
Audio: Timir Biswas Production
Cinematographer: Rudra Pratap Sen
Associate Director: Sourav Roy
Concept & Direction: Timir Biswas
You may also like -
Chokher Polok Lyrics (চোখের পলক) Aporupa - Shawon Gaanwala
Chupi Chupi Lyrics (চুপি চুপি) Habib Wahid
E Naamey Se Naamey Lyrics (এ নামে সে নামে) Magic - Shaan - Anwesshaa
Ekta Dussongbad Ache Poem Lyrics (একটা দুঃসংবাদ আছে)
Kichhu Kotha Lyrics:
কিছু কথা থেকে গেছে বাকি
কিছু ছায়া রোদে রোদে পোড়া,
কিছু কথা থেকে গেছে বাকি
কিছু ছায়া রোদে রোদে পোড়া,
আমাদের..
আমাদের পথে জোনাকির আলো
জ্বলে কিছু আনকোরা।
আমাদের ভুলে যাওয়া গানে
উড়ে এসে বসে কোনো পাখি,
ভুলে যাওয়া ইচ্ছেরা জানে
কিছু কথা রয়ে গেছে বাকি।
কথা বাঁচে কথার খেয়ালে
হাত ধরে ছেড়ে যায় বাঁকে,
আনমনে আঙ্গুল ছোঁয়ালে
সে যে কার.. ঠিকানায় থাকে।
জানিনা রাখিনি কোনো ভুল
খাঁচায় বাঁধিনি আমি পাখি,
চলে যাওয়া মেঘলা বাউল
আমাদের কথা কিছু বাকি,
আমাদের..
আমাদের পথে জোনাকির আলো।
কিছু কথা লিরিক্স - তিমির বিশ্বাস :
0 Comments