Tomari Toh Kache Lyrics by Anindya
Song: Tomar E Toh Kachhe
Movie: Prem Tame
Singer: Anindya Chatterjee
Music & Lyrics : Prasen
Music Produced & designed by: Subhadeep Mitra
Direction: Anindya Chattopadhyay
DOP: Subhankar Bhar
Editor: Arghakamal Mitra
Label: SVF
Tomari Toh Kache Lyrics:
তোমারই তো কাছে
মোরে বেঁচে আছে
আনাচে কানাচে বোবা মন,
কেন হায় ?
বলতে না পেরে, ব্যেথাদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেললাইনের রাস্তায়।
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো,
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে
হাসিদের ভাঁজে ভাঁজে তাই।
তোমারই তো নামে, কমে বাড়ে থামে
মনেদের গ্রামে স্পন্দন,
কেন হায় ?
ঘাসেদের মতো জোনাকি শরীরে
জ্বালিয়ে নিয়েছি যেন মন কেমনের অবেলায়।
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো,
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে
হাসিদের ভাঁজে ভাঁজে তাই।
তোমারই তো কাছে লিরিক্স - অনিন্দ্য চট্টোপাধ্যায়
0 Comments