Ki Naamey Daaki Lyrics by Subhamita Banerjee: Ki Naamey Daaki Song Is Sung by Subhamita Banerjee from Cheeni Bengali Movie.
Song: Ki Naamey Daaki
Movie: Cheeni
Singer: Shubhamita Banerjee
Music and Design: Amit- Ishan
Lyrics: Ritam Sen
Writer & Director: Mainak Bhaumik
Cinematography: Prosenjit Chowdhury
Edit: Sanglap Bhowmik
Label: SVF
Ki Naamey Daaki Lyrics:
তুমি থাকো আর কিছুক্ষন
আজ ছুঁয়ে আমায়,
চলে যেতে চাইলেই কি
চলে যাওয়া যায়?
সাদা কালোয় বয়স আঁকে
স্মৃতির কারুকাজ,
ভুলে যাওয়া গল্পগুলো
আসছে ফিরে আজ।
কী নামে ডাকি?
বলো কী করে থাকি?
তোমাকে কিভাবে আমি আগলে রাখি?
ছিল যত ইচ্ছে, ভাসান দিচ্ছে
সুতো গুলো ছিঁড়ছে যে হাওয়ায়
ও ও ..
ভাসালো আজ মন, সময়ের ভাঙন
গন্ধেরা কেমন রাত জাগায়।
এই পাশে থাকা, অজান্তে ডাকা
নেই সে ভালো নেই, ভাবলেই।
কী নামে ডাকি?
বলো কী করে থাকি?
তোমাকে কিভাবে আমি আগলে রাখি?
তোমাকে কিভাবে আমি আগলে রাখি?
[কী নামে ডাকি লিরিক্স - শুভমিতা ব্যানার্জী]
0 Comments