Recents in Beach

Bohudur Lyrics (বহুদূর) Rishi Panda

Bohudur Lyrics (বহুদূর) Rishi Panda
Bohudur Lyrics (বহুদূর) Rishi Panda

Bohudur Lyrics by Rishi Panda:

Song: Bohudur 
Vocal, Music & Lyrics: Rishi Panda
Illustration & Animation: Rishi Panda

Bohudur Lyrics In Bengali:

নীল আকাশে সাদা মেঘের দল
ছিল নিচে ছোট তার মফঃস্বল,
লাল নীল জানালায় হাসির ভিড় 
চেনা রাস্তায় হেঁটে চলে যেত,

বহুদূর.. বহুদূর.. বহুদূর.. বহুদূর.. 

মাঠের ধারের সেই ভাঙা ঘর 
সে জলের মাঝে ছোড়া নুড়ি পাথর,
সন্ধ্যের জোনাকিরা আলো দিলেই 
লাল আকাশে পাখিরা উড়ে যেত,

বহুদূর.. বহুদূর.. বহুদূর.. বহুদূর.. 

নিজের মনের মতো গাইতো গান
নদীর বাঁকে গিয়ে খুঁজতো ফুল,
ধুলো মাখা গা ঝেড়ে বারান্দায়
শীতের রোদে দৌড়তো স্কুল। 

বন্ধুরা জড়ো হলে মাঠের গায়ে
নানা রঙে ঘুড়ি উড়তো হাওয়ায়,
কত কল্পনা হতো আবিষ্কার
পাতাভরা গাছের ছায়ায়। 

আজ ক্লান্ত শরীর নিয়ে ব্যস্ততায়
নিজেকে ভিড়ের মাঝে খুঁজে বেড়ায়,
পিঠের ব্যাগের বোঝা বাড়ছে তাই
সে পুরোনো গল্প পড়ে থাকে,

বহুদূর.. বহুদূর.. বহুদূর.. বহুদূর.. 
বহুদূর.. বহুদূর.. বহুদূর.. বহুদূর..
 

[বহুদূর লিরিক্স - ঋষি পন্ডা]
 
May you also like -

Post a Comment

0 Comments