Tumi Ami O Bhor Lyrics by Nemesis Band:
Song: Tumi Ami O Bhor
Produced by: Nemesis
Lyrics by: Md. Zohad Reza Chowdhury
Mixed by: Sultan Rafsan Khan and Rakat Zami
Mastered by: Sultan Rafsan Khan
Typography: Chamak Siddiqua
Animated by: Ahmed Intisher Fardeen
Recorded at: HyperTunes Studio
Produced by: Nemesis
Lyrics by: Md. Zohad Reza Chowdhury
Mixed by: Sultan Rafsan Khan and Rakat Zami
Mastered by: Sultan Rafsan Khan
Typography: Chamak Siddiqua
Animated by: Ahmed Intisher Fardeen
Recorded at: HyperTunes Studio
Tumi Ami O Bhor Lyrics:
এ কেমন দিন কাটছে
মেঘের খেলা দেখিনি কতদিন,
ঘরে বসে গৃহবন্ধি
সময় অনিময়ে কাঁপছে।
অতীতের গল্প,
মনে আছে অল্প ..
আমার সামনে কি আসছে?
কেও কি আমায় একটু জানাবে?
আঁধার কালো এক আগামী
নাকি আলোকিত আছি?
অতীতের গল্প,
মনে আছে অল্প ..
যদি ...
ভোর দেখি
তুমি.. আর আমি, ও ভোর।
তার নেই কোন মায়া
নেই সুখের ছায়া,
চার দেওয়ালের মাঝে আমি
সেই ভোরের অপেক্ষায়।
আশা আসে যায়
মনে থাকবে এই সময় ... ও..
যদি ...
ভোর দেখি
তুমি.. আর আমি, ও ভোর।
[ তুমি আমি ও ভোর লিরিক্স - নেমেসিস ব্যান্ড ]
মেঘের খেলা দেখিনি কতদিন,
ঘরে বসে গৃহবন্ধি
সময় অনিময়ে কাঁপছে।
অতীতের গল্প,
মনে আছে অল্প ..
আমার সামনে কি আসছে?
কেও কি আমায় একটু জানাবে?
আঁধার কালো এক আগামী
নাকি আলোকিত আছি?
অতীতের গল্প,
মনে আছে অল্প ..
যদি ...
ভোর দেখি
তুমি.. আর আমি, ও ভোর।
তার নেই কোন মায়া
নেই সুখের ছায়া,
চার দেওয়ালের মাঝে আমি
সেই ভোরের অপেক্ষায়।
আশা আসে যায়
মনে থাকবে এই সময় ... ও..
যদি ...
ভোর দেখি
তুমি.. আর আমি, ও ভোর।
[ তুমি আমি ও ভোর লিরিক্স - নেমেসিস ব্যান্ড ]
0 Comments