Train e Der Thikana Lyrics by Taalpatar Shepai:
Song : Train e Der Thikana
Arrangement : Taalpatar Shepai
Composer & Vocalist : Pritam Das
Lyricist : Dipak Karmokar
GuiTar & Ukulele : Suman Ghosh
Drums : Pritam & Biswajyoti
Percussions,melodeon,bass : Pritam Das
Animation : Dippyaman
Landscape : Debodyuti
Character illustration : Arjama Bandopadhay
Video Editing : Pritam & Dippyaman
Train e Der Thikana Song Lyrics:
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা,
আমি ছেড়ে যাবো সব
ফিরে তো আর আসবো না।
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে,
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা।।
যেটুকু রোদেরা আসে
তোমাদেরই ট্রামে বাসে,
বুকে পুড়ে বেঁচে থাকি
পরিচিত নিঃশ্বাসে।
আমাকে খুঁজোনা কিনে
রঙচঙে ম্যাগাজিনে,
গেঁথে থাকি পুরনো শার্ট
জংধরা আলপিনে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা।।
হয়তো এখন সহজ ভীষণ
ছেড়ে যেতে ব্যথা হবেনা,
যেন আর কোনোদিনও
তোমার আমার দেখা হবেনা।
তুমিও হাতেরও ফাঁকে
ফেলে আসা স্মৃতিটাকে,
ভুলে থেকো, রেখোনা আর
ধুলোভরা বই তাকে।
আমাকে খুঁজোনা কিনে
রঙচঙে ম্যাগাজিনে,
গেঁথে থাকি পুরনো শার্ট
জংধরা আলপিনে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা,
আমি ছেড়ে যাবো সব
ফিরে তো আর আসবো না।
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে,
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা ..
ট্রেনেদের ঠিকানা লিরিক্স - তালপাতার সেপাই :
ট্রেনেদেরই ঠিকানা,
আমি ছেড়ে যাবো সব
ফিরে তো আর আসবো না।
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে,
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা।।
যেটুকু রোদেরা আসে
তোমাদেরই ট্রামে বাসে,
বুকে পুড়ে বেঁচে থাকি
পরিচিত নিঃশ্বাসে।
আমাকে খুঁজোনা কিনে
রঙচঙে ম্যাগাজিনে,
গেঁথে থাকি পুরনো শার্ট
জংধরা আলপিনে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা।।
হয়তো এখন সহজ ভীষণ
ছেড়ে যেতে ব্যথা হবেনা,
যেন আর কোনোদিনও
তোমার আমার দেখা হবেনা।
তুমিও হাতেরও ফাঁকে
ফেলে আসা স্মৃতিটাকে,
ভুলে থেকো, রেখোনা আর
ধুলোভরা বই তাকে।
আমাকে খুঁজোনা কিনে
রঙচঙে ম্যাগাজিনে,
গেঁথে থাকি পুরনো শার্ট
জংধরা আলপিনে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা,
আমি ছেড়ে যাবো সব
ফিরে তো আর আসবো না।
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে,
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা ..
ট্রেনেদের ঠিকানা লিরিক্স - তালপাতার সেপাই :
0 Comments