Raatdupurer Gaan Lyrics by Shovan Ganguly :
Song Name: Raatdupurer Gaan
Vocal, Music & Lyrics- Shovan Ganguly
Programming: Shovan
All Guitars: Purab
Mixed & Mastered by: Shovan
Video & Edit by: Subhadip
Label: Asha Audio
Vocal, Music & Lyrics- Shovan Ganguly
Programming: Shovan
All Guitars: Purab
Mixed & Mastered by: Shovan
Video & Edit by: Subhadip
Label: Asha Audio
Raatdupurer Gaan Song Lyrics:
জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।
আমিও তাই, হেঁটে বেড়াই
অমানিশায় বুঁদ হওয়ার নেশাও জাগে।
জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।
আজ থেকে হাজার বছর
আগেও ছিল রাত্রি ভোর,
হাতে হাত সঙ্গে তোর
তারা দেখিনি যে তাই।
পার করে সমুদ্র রাত
সামলেছি হাজার আঘাত,
সামনে সাত সাগরটাকে
শেষে একটু দেখতে পাই।
ভোরের আলো, কে দেখালো
লাগছে ভালো মায়াবী কোন আবেগে,
স্রোত ভেসে যায়, দুই খালি পায়
বটের ছায়ায় লাগেনি যা কখনো আগে।
হুম.. জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।
আমিও তাই, হেঁটে বেড়াই
অমানিশায় বুঁদ হওয়ার নেশাও জাগে।
হুম ....
[ রাতদুপুরের গান লিরিক্স - শোভন গাঙ্গুলী ]
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।
আমিও তাই, হেঁটে বেড়াই
অমানিশায় বুঁদ হওয়ার নেশাও জাগে।
জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।
আজ থেকে হাজার বছর
আগেও ছিল রাত্রি ভোর,
হাতে হাত সঙ্গে তোর
তারা দেখিনি যে তাই।
পার করে সমুদ্র রাত
সামলেছি হাজার আঘাত,
সামনে সাত সাগরটাকে
শেষে একটু দেখতে পাই।
ভোরের আলো, কে দেখালো
লাগছে ভালো মায়াবী কোন আবেগে,
স্রোত ভেসে যায়, দুই খালি পায়
বটের ছায়ায় লাগেনি যা কখনো আগে।
হুম.. জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।
আমিও তাই, হেঁটে বেড়াই
অমানিশায় বুঁদ হওয়ার নেশাও জাগে।
হুম ....
[ রাতদুপুরের গান লিরিক্স - শোভন গাঙ্গুলী ]
0 Comments