Biroho Agun Lyrics by Arman Alif :
Song : Biroho Agun
Singer : Arman Alif
Lyric & Tune : Proshenjit Mondal
Music : Mushfiq Litu
Direction : Visualizer Workshop
Dop : Forhad Hossain
Edit : Mamun, Vfx : Sagor
Color : Ashiquzzaman Apu
Label : DP MUSIC Station
Singer : Arman Alif
Lyric & Tune : Proshenjit Mondal
Music : Mushfiq Litu
Direction : Visualizer Workshop
Dop : Forhad Hossain
Edit : Mamun, Vfx : Sagor
Color : Ashiquzzaman Apu
Label : DP MUSIC Station
Biroho Agun Song Lyrics In Bengali :
একটু একটু করে রাত্রি বাড়ে
আঁধারেও দেখা যায় সব,
আঁধারের আয়নাতে সারারাত
চলে তোর স্মৃতি উচ্ছল।
স্মৃতিরা পুড়ায়, আগুন জ্বালায়
বিরহ আগুনে করি নিশি স্নান,
তবুও তোর কথা মনে পড়লেই
জীবনটা হয়ে ওঠে কষ্টের গান..
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।।
ভালোবাসে যে মানুষ
ভালোবাসা হারালে সে কাঁদে হায়,
ছলনার মন যার
ভাঙনের খেলা সে খেলে যায়।
ও.. ভালোবাসে যে মানুষ
ভালোবাসা হারালে সে কাঁদে হায়,
ছলনার মন যার
ভাঙনের খেলা সে খেলে যায়।
ভাঙলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড়,
ভাঙলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড়
হৃদয়টা করে দিলি শ্মশান।
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।।
হয়তো বা সয়ে সয়ে
কষ্ট সয়ে যাব একদিন,
তোকে ছাড়া পথ চলা
হয়তোবা শিখে যাব সেইদিন।
হয়তো বা সয়ে সয়ে
কষ্ট সয়ে যাব একদিন,
তোকে ছাড়া পথ চলা
হয়তোবা শিখে যাব সেইদিন।
বয়ে যাবে দিন যত
ঘা শুকিয়ে রবে ক্ষত,
বয়ে যাবে দিন যত
ঘা শুকিয়ে রবে ক্ষত,
শুকালেও ভুল তার থাকে গান।
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।
[ বিরহ আগুন লিরিক্স - আরমান আলিফ ]
আঁধারেও দেখা যায় সব,
আঁধারের আয়নাতে সারারাত
চলে তোর স্মৃতি উচ্ছল।
স্মৃতিরা পুড়ায়, আগুন জ্বালায়
বিরহ আগুনে করি নিশি স্নান,
তবুও তোর কথা মনে পড়লেই
জীবনটা হয়ে ওঠে কষ্টের গান..
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।।
ভালোবাসে যে মানুষ
ভালোবাসা হারালে সে কাঁদে হায়,
ছলনার মন যার
ভাঙনের খেলা সে খেলে যায়।
ও.. ভালোবাসে যে মানুষ
ভালোবাসা হারালে সে কাঁদে হায়,
ছলনার মন যার
ভাঙনের খেলা সে খেলে যায়।
ভাঙলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড়,
ভাঙলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড়
হৃদয়টা করে দিলি শ্মশান।
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।।
হয়তো বা সয়ে সয়ে
কষ্ট সয়ে যাব একদিন,
তোকে ছাড়া পথ চলা
হয়তোবা শিখে যাব সেইদিন।
হয়তো বা সয়ে সয়ে
কষ্ট সয়ে যাব একদিন,
তোকে ছাড়া পথ চলা
হয়তোবা শিখে যাব সেইদিন।
বয়ে যাবে দিন যত
ঘা শুকিয়ে রবে ক্ষত,
বয়ে যাবে দিন যত
ঘা শুকিয়ে রবে ক্ষত,
শুকালেও ভুল তার থাকে গান।
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।
[ বিরহ আগুন লিরিক্স - আরমান আলিফ ]
0 Comments