Bhenge Porona Ebhabe Lyrics by Pritom Hasan:
Song: Bhenge Porona Ebhabe
Vocal, Music & Tune: Pritom Hasan
Lyrics: Rakib Hasan Rahul & Pritom Hasan
Directed by: AK Parag & Vasker Joni
DOP: Vasker Joni
Edit: Bammy Rahman
Production: Fatman Films
Label: Gaanchill Music
Vocal, Music & Tune: Pritom Hasan
Lyrics: Rakib Hasan Rahul & Pritom Hasan
Directed by: AK Parag & Vasker Joni
DOP: Vasker Joni
Edit: Bammy Rahman
Production: Fatman Films
Label: Gaanchill Music
Bhenge Porona Ebhabe Lyrics:
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে,
তোমার ঘরের পুতুল তখন
চুপ অভিমানে ঘরে ফিরে যায়।
ভাঙ্গা মনে তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না এই রাতে।
ও চাঁদ, বলোনা সে লুকিয়ে আছে কোথায়?
সে কি খুব কাছের তারাটা তোমার
সে কি করেছে অভিমান আবার,
হঠাৎ সে চলে গেছে শূন্যতা
যেনো এ ঘরে,
তাই তো রাত আমায় বলে ..
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না রাতে
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না এই রাতে।
[ ভেঙ্গে পড়োনা এভাবে লিরিক্স - প্রীতম হাসান ]
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে,
তোমার ঘরের পুতুল তখন
চুপ অভিমানে ঘরে ফিরে যায়।
ভাঙ্গা মনে তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না এই রাতে।
ও চাঁদ, বলোনা সে লুকিয়ে আছে কোথায়?
সে কি খুব কাছের তারাটা তোমার
সে কি করেছে অভিমান আবার,
হঠাৎ সে চলে গেছে শূন্যতা
যেনো এ ঘরে,
তাই তো রাত আমায় বলে ..
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না রাতে
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না এই রাতে।
[ ভেঙ্গে পড়োনা এভাবে লিরিক্স - প্রীতম হাসান ]
0 Comments