Aaj Mahalaya Song Lyrics Nazrul Geeti:
Song: Aaj Mahalaya
Singer: Tina Ghoshal
Lyrics & Tune: Kazi Nazrul Islam
Arrangement: Amit Ghosh & Saujanya Choudhury
Mix & Master: Amit Ghosh
Studio: Murli
Label: SVF Devotional
Singer: Tina Ghoshal
Lyrics & Tune: Kazi Nazrul Islam
Arrangement: Amit Ghosh & Saujanya Choudhury
Mix & Master: Amit Ghosh
Studio: Murli
Label: SVF Devotional
Aaj Mahalaya Song Lyrics:
ওরে আলয়ে আজ মহালয়া
মা এসেছে ঘর,
তোরা উলু দে রে, শঙ্খ বাজা
প্রদীপ তুলে ধর।
মা কে ভুলে ছিলাম ওরে
কাজের মাঝে মায়ার ঘোরে,
মা কে ভুলে ছিলাম ওরে
কাজের মাঝে মায়ার ঘোরে,
আজ বরষ পরে মা কে ডাকার
মিলল অবসর।
তোরা উলু দে রে, শঙ্খ বাজা
প্রদীপ তুলে ধর।।
মা ছিলো না বলে
সবাই গেছে পায়ের দলে,
মার খেয়েছি যত তত
ডেকেছি মা বলে।
মা এসেছে ছুটে রে ভাই
ভয় নাই রে আর ভয় নাই,
মা এসেছে ছুটে রে ভাই
ভয় নাই রে আর ভয় নাই,
মা অভয়া এসেছে রে
দশ হাতে তাঁর বর।
তোরা উলু দে রে, শঙ্খ বাজা
প্রদীপ তুলে ধর।
ওরে আলয়ে আজ মহালয়া
মা এসেছে ঘর,
তোরা উলু দে রে, শঙ্খ বাজা
প্রদীপ তুলে ধর ..
[ ওরে আলয়ে আজ মহালয়া গানের লিরিক্স ]
মা এসেছে ঘর,
তোরা উলু দে রে, শঙ্খ বাজা
প্রদীপ তুলে ধর।
মা কে ভুলে ছিলাম ওরে
কাজের মাঝে মায়ার ঘোরে,
মা কে ভুলে ছিলাম ওরে
কাজের মাঝে মায়ার ঘোরে,
আজ বরষ পরে মা কে ডাকার
মিলল অবসর।
তোরা উলু দে রে, শঙ্খ বাজা
প্রদীপ তুলে ধর।।
মা ছিলো না বলে
সবাই গেছে পায়ের দলে,
মার খেয়েছি যত তত
ডেকেছি মা বলে।
মা এসেছে ছুটে রে ভাই
ভয় নাই রে আর ভয় নাই,
মা এসেছে ছুটে রে ভাই
ভয় নাই রে আর ভয় নাই,
মা অভয়া এসেছে রে
দশ হাতে তাঁর বর।
তোরা উলু দে রে, শঙ্খ বাজা
প্রদীপ তুলে ধর।
ওরে আলয়ে আজ মহালয়া
মা এসেছে ঘর,
তোরা উলু দে রে, শঙ্খ বাজা
প্রদীপ তুলে ধর ..
[ ওরে আলয়ে আজ মহালয়া গানের লিরিক্স ]
0 Comments