Se Amar Hoilo Na Apon Lyrics by Baul Sukumar:
Song: She Aamar Holo Na Apon
Singer: Baul Sukumar
Music: Ankur Mahamud
Lyrics & Tune: Robiul Islam Robi
Story And Directed by: Eagle Team
DOP: Rajon Romm
Edit & Color: Bappi
Label: Eagle Music
Song: She Aamar Holo Na Apon
Singer: Baul Sukumar
Music: Ankur Mahamud
Lyrics & Tune: Robiul Islam Robi
Story And Directed by: Eagle Team
DOP: Rajon Romm
Edit & Color: Bappi
Label: Eagle Music
Se Amar Hoilo Na Apon Song Lyrics:
যার কথা মনে হইলে,
যার কথা মনে হইলে
কাঁদে আমর মন,
সে আমার হইলো না আপন,
হায় রে,
সে আমার হইলো না আপন।
সুখে থাকার আশা দিয়া
ফিরা আইলো না,
বুঝি নাই সে আমার সাথে করবে ছলনা।
দিবানিশি তবু কেনো,
দিবানিশি তবু কেনো
খোঁজে তার মন ..
সে আমার হইলো না আপন,
হায় রে,
সে আমার হইলো না আপন।।
রাত্রি শেষে পূব আকাশে
সূর্য উঠে রোজ,
এত খুঁজি তবু কেনো
পাইনা তাহার খোঁজ।
জানি না সে কোন সুদূরে,
জানি না সে কোন সুদূরে
রয়েছে এখন।
সে আমার হইলো না আপন,
হায় রে..
সে আমার হইলো না আপন ..
[ সে আমার হইলো না আপন লিরিক্স - বাউল সুকুমার ]
যার কথা মনে হইলে
কাঁদে আমর মন,
সে আমার হইলো না আপন,
হায় রে,
সে আমার হইলো না আপন।
সুখে থাকার আশা দিয়া
ফিরা আইলো না,
বুঝি নাই সে আমার সাথে করবে ছলনা।
দিবানিশি তবু কেনো,
দিবানিশি তবু কেনো
খোঁজে তার মন ..
সে আমার হইলো না আপন,
হায় রে,
সে আমার হইলো না আপন।।
রাত্রি শেষে পূব আকাশে
সূর্য উঠে রোজ,
এত খুঁজি তবু কেনো
পাইনা তাহার খোঁজ।
জানি না সে কোন সুদূরে,
জানি না সে কোন সুদূরে
রয়েছে এখন।
সে আমার হইলো না আপন,
হায় রে..
সে আমার হইলো না আপন ..
[ সে আমার হইলো না আপন লিরিক্স - বাউল সুকুমার ]
0 Comments