O Srabon Lyrics by Noble Man: O Srabon Song Is Sung by Noble Man Bengali Song.
Song: O Srabon
Singer: Noble Man
Composer & Lyricist: Subhe Shopu
Music: Amzad Hossain
Video Director: Nazmul Hasan
DOP: Shafiqul Alam Shanat
Editor: Md. Salman Hossain Makli
Music Label: Noble Man
Song: O Srabon
Singer: Noble Man
Composer & Lyricist: Subhe Shopu
Music: Amzad Hossain
Video Director: Nazmul Hasan
DOP: Shafiqul Alam Shanat
Editor: Md. Salman Hossain Makli
Music Label: Noble Man
O Srabon Song Lyrics:
ও শ্রাবণ, ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না,
ও শ্রাবণ, ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না।
বুঝি তোমার অনেক দুঃখ
আহ আহা হা হা
জানি তোমার ভীষণ জ্বালা,
বুঝি তোমার অনেক দুঃখ
জানি তোমার ভীষণ জ্বালা।
শোনো আমার হ্রদয়ে তুষের রনণ
পোড়ায় সারা বেলা,
আমার হ্রদয় কাঁদে অঝর ধারায়
চোখ থেকে জল ঝরে না।
ও শ্রাবণ, ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না,
ও শ্রাবণ, ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না।।
শুরু কান্না তে যে জীবন
আহ আহা হা
বলো সইবে কত এ মন
আহ আ আ,
শুরু কান্না তে যে জীবন
বলো সইবে কত এ মন,
বলো ঝরবে কত চোখেরই জল
শ্রাবণ, তুমি বল না ?
আমি সুরে সুরেই মিটিয়ে দেবো
দুঃখ, জ্বালা, বেদনা।
ও শ্রাবণ,ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না,
ও শ্রাবণ,ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না।।
[ ও শ্রাবণ লিরিক্স - নোবেল ম্যান ]
তুমি ওমন করে কেঁদো না,
ও শ্রাবণ, ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না।
বুঝি তোমার অনেক দুঃখ
আহ আহা হা হা
জানি তোমার ভীষণ জ্বালা,
বুঝি তোমার অনেক দুঃখ
জানি তোমার ভীষণ জ্বালা।
শোনো আমার হ্রদয়ে তুষের রনণ
পোড়ায় সারা বেলা,
আমার হ্রদয় কাঁদে অঝর ধারায়
চোখ থেকে জল ঝরে না।
ও শ্রাবণ, ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না,
ও শ্রাবণ, ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না।।
শুরু কান্না তে যে জীবন
আহ আহা হা
বলো সইবে কত এ মন
আহ আ আ,
শুরু কান্না তে যে জীবন
বলো সইবে কত এ মন,
বলো ঝরবে কত চোখেরই জল
শ্রাবণ, তুমি বল না ?
আমি সুরে সুরেই মিটিয়ে দেবো
দুঃখ, জ্বালা, বেদনা।
ও শ্রাবণ,ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না,
ও শ্রাবণ,ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না।।
[ ও শ্রাবণ লিরিক্স - নোবেল ম্যান ]
0 Comments