Mone Mane Na Lyrics by Samz Vai:
Song: Mone Mane Na
Vocal, Lyrics & Tune: Samz Vai
Music: Sahriar Rafat
Director: MD Rasel
Edit & Color: Saddam Hossain Saad
Codinited: Isha Khan Duray
Label: G Series
Song: Mone Mane Na
Vocal, Lyrics & Tune: Samz Vai
Music: Sahriar Rafat
Director: MD Rasel
Edit & Color: Saddam Hossain Saad
Codinited: Isha Khan Duray
Label: G Series
Mone Mane Na Song Lyrics In Bengali :
তোরে ছাড়া আর ভালোলাগেনা
কেন রে তুই বুঝিস না?
একা পাখি বাঁকা চোখে আর দেখেনা
তোর ওই মায়াবী চেহারা।
আরে যাবি যদি উড়ে
কেন ব্যথা দিলি মোরে,
সঙ্গ দিয়া এই আমারে গেলি অন্যের ঘরে।
কার সাজাইলি অন্তরে
তোর ওই মায়ারই আদোরে,
বানায় মোরে দুঃখের কাঙ্গাল
সুখ ছাড়লি কোন বাজারে?
মনে মানে না সখি, দিলে বুঝেনা
তোরে ছাড়া একা সময়
আর তো কাটেনা,
পুড়া কলিজাতেও কেন দিলি যাতনা
মনের দুঃখ রইলো মনে
কেউ তো জানলোনা।।
ওরে সাজবি যদি সখের পুতুল
আসলি কেন এই জীবনে?
আমার সাদা-মাটা জীবন
ডুবলো রঙ্গিন স্বপনে।
কাটলো বেলা দুঃখ-বিলাসে
তোর স্মৃতি চারণে,
আজও মরি ভেবে তোকে
কারণে অকারণে।
আরে যাবি যদি উড়ে
কেন ব্যথা দিলি মোরে,
সঙ্গ দিয়া এই আমারে গেলি অন্যের ঘরে।
কার সাজাইলি অন্তরে
তোর ওই মায়ারই আদোরে,
বানায় মোরে দুঃখের কাঙ্গাল
সুখ ছাড়লি কোন বাজারে?
মনে মানে না সখি, দিলে বুঝে না
তোরে ছাড়া একা সময়
আর তো কাটেনা,
পুড়া কলিজাতেও কেন দিলি যাতনা
মনের দুঃখ রইলো মনে
কেউ তো জানলোনা।।
কত আশা বাঁধিলাম সুখের তীরে যাবো বলে
ভাঙ্গা তরী বৈঠা ছাড়া ভাসলো স্রোতের জলে,
আমায় ঘুড়ির মতো ক্যান উড়াইয়া
ছাইড়া দিলি পরে?
তোর মতো তুই সাজাইলি সব
পর করে আমারে।
আরে যাবি যদি উরে
কেন ব্যথা দিলি মোরে,
সঙ্গ দিয়া এই আমারে গেলি অন্যের ঘরে।
কার সাজাইলি অন্তরে
তোর ওই মায়ারই আদোরে,
বানায় মোরে দুঃখের কাঙাল
সুখ ছাড়লি কোন বাজারে?
মনে মানে না সখি, দিলে বুঝেনা
তোরে ছাড়া একা সময়
আর তো কাটেনা,
পুড়া কলিজাতেও কেন দিলি যাতনা
মনের দুঃখ রইলো মনে
কেউ তো জানলো না।।
[ মনে মানে না লিরিক্স - সেমজ ভাই ]
কেন রে তুই বুঝিস না?
একা পাখি বাঁকা চোখে আর দেখেনা
তোর ওই মায়াবী চেহারা।
আরে যাবি যদি উড়ে
কেন ব্যথা দিলি মোরে,
সঙ্গ দিয়া এই আমারে গেলি অন্যের ঘরে।
কার সাজাইলি অন্তরে
তোর ওই মায়ারই আদোরে,
বানায় মোরে দুঃখের কাঙ্গাল
সুখ ছাড়লি কোন বাজারে?
মনে মানে না সখি, দিলে বুঝেনা
তোরে ছাড়া একা সময়
আর তো কাটেনা,
পুড়া কলিজাতেও কেন দিলি যাতনা
মনের দুঃখ রইলো মনে
কেউ তো জানলোনা।।
ওরে সাজবি যদি সখের পুতুল
আসলি কেন এই জীবনে?
আমার সাদা-মাটা জীবন
ডুবলো রঙ্গিন স্বপনে।
কাটলো বেলা দুঃখ-বিলাসে
তোর স্মৃতি চারণে,
আজও মরি ভেবে তোকে
কারণে অকারণে।
আরে যাবি যদি উড়ে
কেন ব্যথা দিলি মোরে,
সঙ্গ দিয়া এই আমারে গেলি অন্যের ঘরে।
কার সাজাইলি অন্তরে
তোর ওই মায়ারই আদোরে,
বানায় মোরে দুঃখের কাঙ্গাল
সুখ ছাড়লি কোন বাজারে?
মনে মানে না সখি, দিলে বুঝে না
তোরে ছাড়া একা সময়
আর তো কাটেনা,
পুড়া কলিজাতেও কেন দিলি যাতনা
মনের দুঃখ রইলো মনে
কেউ তো জানলোনা।।
কত আশা বাঁধিলাম সুখের তীরে যাবো বলে
ভাঙ্গা তরী বৈঠা ছাড়া ভাসলো স্রোতের জলে,
আমায় ঘুড়ির মতো ক্যান উড়াইয়া
ছাইড়া দিলি পরে?
তোর মতো তুই সাজাইলি সব
পর করে আমারে।
আরে যাবি যদি উরে
কেন ব্যথা দিলি মোরে,
সঙ্গ দিয়া এই আমারে গেলি অন্যের ঘরে।
কার সাজাইলি অন্তরে
তোর ওই মায়ারই আদোরে,
বানায় মোরে দুঃখের কাঙাল
সুখ ছাড়লি কোন বাজারে?
মনে মানে না সখি, দিলে বুঝেনা
তোরে ছাড়া একা সময়
আর তো কাটেনা,
পুড়া কলিজাতেও কেন দিলি যাতনা
মনের দুঃখ রইলো মনে
কেউ তো জানলো না।।
[ মনে মানে না লিরিক্স - সেমজ ভাই ]
0 Comments