Hariye Jete Jete Lyrics by Aarti Mukherji :
Song: Hariye Jete Jete
Movie: Kakhano Megh (1968)
Singer: Aarti Mukherji
Music & Lyricist: Sudhin Dasgupta
Director: Agradoot
Label: Angel Digital
Cover Version Credits:
Singer: Priyanka Biswas
Music Rearrangement: Partha Barua
Production: 49Blue
Music Label: Seylon Tea
Movie: Kakhano Megh (1968)
Singer: Aarti Mukherji
Music & Lyricist: Sudhin Dasgupta
Director: Agradoot
Label: Angel Digital
Cover Version Credits:
Singer: Priyanka Biswas
Music Rearrangement: Partha Barua
Production: 49Blue
Music Label: Seylon Tea
Hariye Jete Jete Song Lyrics:
হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে
ছাড়িয়ে গেছি সেই পথ,
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত।
হৃদয় যেন কার সন্ধানে
খুঁজেছে দু'টি চোখ সবখানে,
হৃদয় যেন কার সন্ধানে
খুঁজেছে দু'টি চোখ সবখানে,
সে চোখে যত আলো যত আশা ভালোবাসা
খুলবে এ বন্ধ মনের জগত।
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত।
অন্ধকারে তাকে যায় চেনা
শূণ্য হাতে সে আসবে না,
ভাবি এ চলা কবে শেষ হবে
আলোয় ফেরা সেই উৎসবে,
জীবনে যত কিছু দূর থেকে ডেকে ডেকে
পাইনি তো মূল্য দেবার মনরত।
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত।
হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে
ছাড়িয়ে গেছি সেই পথ,
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত।
হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে লিরিক্স - আরতি মুখার্জী :
ছাড়িয়ে গেছি সেই পথ,
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত।
হৃদয় যেন কার সন্ধানে
খুঁজেছে দু'টি চোখ সবখানে,
হৃদয় যেন কার সন্ধানে
খুঁজেছে দু'টি চোখ সবখানে,
সে চোখে যত আলো যত আশা ভালোবাসা
খুলবে এ বন্ধ মনের জগত।
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত।
অন্ধকারে তাকে যায় চেনা
শূণ্য হাতে সে আসবে না,
ভাবি এ চলা কবে শেষ হবে
আলোয় ফেরা সেই উৎসবে,
জীবনে যত কিছু দূর থেকে ডেকে ডেকে
পাইনি তো মূল্য দেবার মনরত।
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত।
হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে
ছাড়িয়ে গেছি সেই পথ,
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত।
হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে লিরিক্স - আরতি মুখার্জী :
0 Comments