Song: Haranor Bhoy
Drama: Locdown Love
Singer: Imran Mahmudul
Lyrics & Tune: Snashish Ghosh
Music: MMP Rony
Direction: Aalok Hasan
Edit & Color: Rejaul Raju
Label: Suranjoli
আসে তাকে হারিয়ে ফেলার মনে ভয়,
নিজের মানুষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?
তাই তো বেঁধে রাখি তোমায়
এই দু-চোখের সীমানায়।
কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হারিয়ে ফেলার মনে ভয়।।
খুব খেয়ালে রাখি তোমায় সবকিছুরই আগে
ফুলের টোকা যেন তোমার গায়েতে না লাগে।
নিজের মানষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?
তাই তো বেঁধে রাখি তোমায়
এই দুচোখের সীমানায়।
কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হরিয়ে ফেলার মনে ভয়।।
তুমি ছাড়া একেবারে নিঃস্ব যে এই আমি
বেঁচে থেকে কি হবে যদি না থাকো তুমি।
নিজের মানষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?
তাই তো বেঁধে রাখি তোমায়
এই দুচোখের সীমানায়।
কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হরিয়ে ফেলার মনে ভয়।।
[হারানোর ভয় লিরিক্স - ইমরান মাহমুদুল]
Drama: Locdown Love
Singer: Imran Mahmudul
Lyrics & Tune: Snashish Ghosh
Music: MMP Rony
Direction: Aalok Hasan
Edit & Color: Rejaul Raju
Label: Suranjoli
Haranor Voy Song Lyrics:
কাউকে যখন অনেক আপন মনে হয়আসে তাকে হারিয়ে ফেলার মনে ভয়,
নিজের মানুষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?
তাই তো বেঁধে রাখি তোমায়
এই দু-চোখের সীমানায়।
কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হারিয়ে ফেলার মনে ভয়।।
খুব খেয়ালে রাখি তোমায় সবকিছুরই আগে
ফুলের টোকা যেন তোমার গায়েতে না লাগে।
নিজের মানষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?
তাই তো বেঁধে রাখি তোমায়
এই দুচোখের সীমানায়।
কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হরিয়ে ফেলার মনে ভয়।।
তুমি ছাড়া একেবারে নিঃস্ব যে এই আমি
বেঁচে থেকে কি হবে যদি না থাকো তুমি।
নিজের মানষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?
তাই তো বেঁধে রাখি তোমায়
এই দুচোখের সীমানায়।
কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হরিয়ে ফেলার মনে ভয়।।
[হারানোর ভয় লিরিক্স - ইমরান মাহমুদুল]
0 Comments