Song: Shukhe Thaka Baki
Singers: Asif Akbar & Haimanti
Lyrics: Suhrid Sufian
Music: Kishore
Tune: Ashikur Rahman
Direction: Yamin Elan
Editing: Shuvro
Label: ARB Entertainment
এক চাদরেই স্বপ্ন গুলো রাখি,
হাজার ঝড়েও হৃদয় জুড়ে
তোমার ডাকাডাকি,
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি।।
ঠোঁটের কোনে ছিল কত মন মাতানো হাসি
হো.. ঠোঁটের কোনে ছিল কত মন মাতানো হাসি
সারাটাদিন ছিল ভীষণ ভালোবাসাবাসি।
আজও মনের পৃষ্ঠা জুড়ে তোমার ছবি আঁকি,
আজও মনের পৃষ্ঠা জুড়ে তোমার ছবি আঁকি
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি।।
বিষন্নতার নীলাভ মলাট করছে আড়াল তোমায়
বিষন্নতার নীলাভ মলাট করছে আড়াল তোমায়
কাছে রেখেও অনেক দূরে দিচ্ছি ঠেলে আমায়।
ভালোবাসায় মগ্ন ছিলাম দেইনি কোনো ফাঁকি,
ভালোবাসায় মগ্ন ছিলাম দেইনি কোনো ফাঁকি
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি
এক চাদরেই স্বপ্ন গুলো রাখি,
হাজার ঝড়েও হৃদয় জুড়ে
তোমার ডাকাডাকি,
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি।।
সুখে থাকা বাকি লিরিক্স - আসিফ আকবর, হৈমন্তী :
Singers: Asif Akbar & Haimanti
Lyrics: Suhrid Sufian
Music: Kishore
Tune: Ashikur Rahman
Direction: Yamin Elan
Editing: Shuvro
Label: ARB Entertainment
Shukhe Thaka Baki Song Lyrics:
একটা ঘরে তুমি আমি থাকিএক চাদরেই স্বপ্ন গুলো রাখি,
হাজার ঝড়েও হৃদয় জুড়ে
তোমার ডাকাডাকি,
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি।।
ঠোঁটের কোনে ছিল কত মন মাতানো হাসি
হো.. ঠোঁটের কোনে ছিল কত মন মাতানো হাসি
সারাটাদিন ছিল ভীষণ ভালোবাসাবাসি।
আজও মনের পৃষ্ঠা জুড়ে তোমার ছবি আঁকি,
আজও মনের পৃষ্ঠা জুড়ে তোমার ছবি আঁকি
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি।।
বিষন্নতার নীলাভ মলাট করছে আড়াল তোমায়
বিষন্নতার নীলাভ মলাট করছে আড়াল তোমায়
কাছে রেখেও অনেক দূরে দিচ্ছি ঠেলে আমায়।
ভালোবাসায় মগ্ন ছিলাম দেইনি কোনো ফাঁকি,
ভালোবাসায় মগ্ন ছিলাম দেইনি কোনো ফাঁকি
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি
এক চাদরেই স্বপ্ন গুলো রাখি,
হাজার ঝড়েও হৃদয় জুড়ে
তোমার ডাকাডাকি,
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি।।
সুখে থাকা বাকি লিরিক্স - আসিফ আকবর, হৈমন্তী :
0 Comments