Rakhish Amar Haat Ta Dhore Lyrics by Imran And Sumona :
Song: Rakhish Amar Haat Ta Dhore
Singer: Imran & Sumona
Lyrics: Snahashish Ghosh
Tune & Music: Imran
Direction: Saikat Reza
Cinematography: Bikash Saha
Edit & Color: Rejaul Raju
Production : SR Film
Label: Dhruba Music Station
Singer: Imran & Sumona
Lyrics: Snahashish Ghosh
Tune & Music: Imran
Direction: Saikat Reza
Cinematography: Bikash Saha
Edit & Color: Rejaul Raju
Production : SR Film
Label: Dhruba Music Station
Rakhish Amar Haat Ta Dhore Song Lyrics:
তোকে ছাড়া পাগল হবো
বেঁচে থেকেও মরে রবো
তুই ছাড়া আর কে আছে ওরে,
রাখিস আমার হাতটা ধরে।
যদি মরণ না নেয় কেড়ে
কথা দিলাম যাবোনা ছেড়ে,
তুই ছাড়া আর কে আছে ওরে,
রাখিস আমার হাতটা ধরে।
ভরে না মন আমার তোকে দেখে দেখে
পারিনা সরাতে চোখ কিছুতেই তোর থেকে।
কে আমায় অপলকে তাকিয়ে দেখার
দিয়েছি শুধু তোকে আমি যে অধিকার।
তুই ছাড়া এই আমি একলা যে ভীষণ
তুই ছাড়া পারিনা ভাবতে এ জীবন।
কেউ কারো শূন্যতায় বাঁচবো না বলছে মন।
বলি আমি পার্থনাতে
মরি যেন, তো একই সাথে
তুই ছাড়া আর কে আছে ওরে,
রাখিস আমার হাতটা ধরে।
কাটে না দিন আমার তুই না কাছে এলে
খুব অসুখ করে মনে তোর ছোঁয়া না পেলে।
কে আমায় আলতো করে ছুঁয়ে দেখার
দিয়েছি শুধু তোকে আমি যে অধিকার।
তুই ছাড়া এই আমি একলা যে ভীষণ
তুই ছাড়া পারিনা ভাবতে এ জীবন।
কেউ কারো শূন্যতায় বাঁচবো না বলছে মন।
বলি আমি পার্থনাতে
মরি যেন, তো একই সাথে
তুই ছাড়া আর কে আছে ওরে,
রাখিস আমার হাতটা ধরে।
রাখিস আমার হাতটা ধরে লিরিক্স - ইমরান, সুমনা :
বেঁচে থেকেও মরে রবো
তুই ছাড়া আর কে আছে ওরে,
রাখিস আমার হাতটা ধরে।
যদি মরণ না নেয় কেড়ে
কথা দিলাম যাবোনা ছেড়ে,
তুই ছাড়া আর কে আছে ওরে,
রাখিস আমার হাতটা ধরে।
ভরে না মন আমার তোকে দেখে দেখে
পারিনা সরাতে চোখ কিছুতেই তোর থেকে।
কে আমায় অপলকে তাকিয়ে দেখার
দিয়েছি শুধু তোকে আমি যে অধিকার।
তুই ছাড়া এই আমি একলা যে ভীষণ
তুই ছাড়া পারিনা ভাবতে এ জীবন।
কেউ কারো শূন্যতায় বাঁচবো না বলছে মন।
বলি আমি পার্থনাতে
মরি যেন, তো একই সাথে
তুই ছাড়া আর কে আছে ওরে,
রাখিস আমার হাতটা ধরে।
কাটে না দিন আমার তুই না কাছে এলে
খুব অসুখ করে মনে তোর ছোঁয়া না পেলে।
কে আমায় আলতো করে ছুঁয়ে দেখার
দিয়েছি শুধু তোকে আমি যে অধিকার।
তুই ছাড়া এই আমি একলা যে ভীষণ
তুই ছাড়া পারিনা ভাবতে এ জীবন।
কেউ কারো শূন্যতায় বাঁচবো না বলছে মন।
বলি আমি পার্থনাতে
মরি যেন, তো একই সাথে
তুই ছাড়া আর কে আছে ওরে,
রাখিস আমার হাতটা ধরে।
রাখিস আমার হাতটা ধরে লিরিক্স - ইমরান, সুমনা :
0 Comments