Keno Eto Dure Lyrics by Samz Vai :
Song: Keno Eto Dure
Vocal, Lyrics, Tune & Music: Samz Vai
Director: Zidan Misbah
Poster: Asif Ahmed
Keno Eto Dure Song Lyrics:
শুনেছি খুব আছো ভালো
এই আমাকে ছাড়া,
শুনেছি এখন আমার জন্য
লাগেনা দিশেহারা।
ভুলে গেছি সব ভুলে যাওয়ার
বাহানা আমার,
আমার জায়গা ভরাট করে এখন
আদর মাখাও কাহার?
এইতো কদিন আগেই ছিলাম
তোমার চোখের মণি,
হয়ে যাবো তোমার পথের কাঁটা
আমি কি আর জানি।
হাসবো বলে তোমার ছলে
ভাসলাম অশ্রু জলে,
সুখপাখি উড়াল দিলে কি
সুখের দেখা মিলে?
কেনো এতো দূরে, গেলে তুমি
আমায় কি মনে পড়েনা?
আমার এ তুমি হারালে কি থাকে বলো
ভালো থাকা আর হলো না।
যে শহরে তোমায় নিষেধ বারণ
সেটাই আমায় দিলে,
সবকিছু আজ আমার ভুলের কারন
তাই দেখি বোঝালে।
কই গেলো সব মিথ্যে আহাজারি?
কই গেলো তোমার কান্না ঢেউ?
ওরে হাসলাম আমি বুক চাপিয়া
দিনেরই আলোয়,
রাতে কান্না দেখলো নারে কেউ ..
কেনো এতো দূরে, গেলে তুমি
আমায় কি মনে পড়েনা?
আমার এ তুমি হারালে কি থাকে বলো
ভালো থাকা আর হলো না।
[ কেনো এতো দূরে লিরিক্স - সেমজ ভাই এর গান ]
0 Comments