Chokher Polok Lyrics by Shawon Gaanwala :
Song: Chokher Polok
Singer: Shawon Gaanwala
Tune, Music: Robin Islam
Lyrics: Sanjoy Somadder
Director: Sanjoy Somadder
Produced by: Turn
Label: Live Tech
Chokher Polok Song Lyrics:
শিল্পীর তুলিতে তুই যে আঁকা
জোছনার রং তোর শরীরে মাখা,
শিল্পীর তুলিতে তুই যে আঁকা
জোছনার রং তোর শরীরে মাখা।
মেঘে কাটা রোদ চোখেরই তারায়
কত-শত কবিতা ঠোঁটে যে হারায়,
মেঘে কাটা রোদ চোখেরই তারায়
কত-শত কবিতা ঠোঁটে যে হারায়।
মনের যত সুর তোকেই দেখে
মুখরিত হোক ..
পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক,
পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক।।
গোলাপের ঈর্শায় ভেঙ্গে যায় বাঁধ
মাটিতে নেমে আসা একফালি চাঁদ,
গোলাপের ঈর্শায় ভেঙ্গে যায় বাঁধ
মাটিতে নেমে আসা একফালি চাঁদ।
গোধূলির সূর্য্টা রাঙ্গা হয় লাজে
ফাগুন হাওয়া তোর চুলের ভাঁজে,
একজীবনে কাটবে না
তোকে না পাওয়ার সুখ ..
পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক,
পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক।।
শিল্পীর তুলিতে তুই যে আঁকা
জোছনার রং তোর শরীরে মাখা,
মেঘে কাটা রোদ চোখেরই তারায়
কতশত কবিতা ঠোঁটে যে হারায়,
মেঘে কাটা রোদ চোখেরই তারায়
কতশত কবিতা ঠোঁটে যে হারায়,
মনের যত সুর তোকেই দেখে
মুখরিত হোক ..
ও.. পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক,
পড়েনা চোখের পলক
পড়েনা চোখের পলক।
[ চোখের পলক লিরিক্স - শাওন গানওয়ালা ]
0 Comments