Song : Utsav
Singers : Argha Banerjee, Shreya Mukherjee, Ramesh & Sourav
Lyrics : Ramesh & Sourav, Shreya Mukherjee
Music : Ramesh & Sourav
Label : Folk Studio Bangla
Utsav Full Song Lyrics In Bengali :
এতো সাজ সারাদিন
নতুনের সুরে রঙীন,
খুশি আজ দিশাহীন
স্বপ্নে পাওয়া সেইদিন।
তারাভরা এই রাতে
জোছনাদের আলাপ,
ছায়াপথের এই হদিস
ভুলে যাওয়া সংলাপ।
এভাবেই মিশে যাওয়া
কাশবনে এই হাওয়া,
ছুটি পাওয়া চোরাস্রোতে সামিল।
যেন নতুন কোনো এক দেশ
এলো ভোরের আকাশ, রাত শেষ
মন উড়লো খেয়ালি হাওয়ার শঙ্খচিল।
এই উৎসবের আয়োজনে
কান পেতে গান শোনে
শিউলি ফুলের দল।
সেই সুর সেই তানে শোনা,
শিশিরের আলপনা
একবার খুঁজে দেখি চল।
যেখানে শহর জুড়ে
সাঁঝ বেলার মেঘ যায় ভেসে,
সেখানেই গোধূলির নেশা, অবিকল।
তারাভরা এই রাতে
জোছনাদের আলাপ,
ছায়াপথের এই হদিস
ভুলে যাওয়া সংলাপ।
এভাবেই মিশে যাওয়া
কাশবনে এই হাওয়া,
ছুটি পাওয়া চোরাস্রোতে সামিল।
যেন নতুন কোনো এক দেশ
এলো ভোরের আকাশ, রাত শেষ
মন উড়লো খেয়ালি হাওয়ার শঙ্খচিল।
উৎসব লিরিক্স - পূজার গান :
0 Comments