Song : Tumi Chara
Movie : 17th September
Singer : Arnab Dutta
Music : Savvy
Lyrics : Akash Chakrobarty
Director : Amitabha Bhattacharyya
Producer : Rupa Datta
Production House : Camellia Productions Pvt Ltd
Music on : Zee Music Company
Tumi Chara Song Full Lyrics In Bengali :
আজ তোমার যত কথা
ভেঙে দিক নাবিক নীরবতা,
শত পাহাড় পেরিয়ে তার
তোমাকে পেতে চাওয়া..
রাত কেটে যায়, তবু দিন কাটে না
ভোর আসেনা তুমি ছাড়া।
চোখে যখনি জমাবে জল
দেখো মুছে দেবো কি মায়ায়,
আমি পৃথিবী জিতে ফিরেও
হবো তুমি ছাড়া অসহায়।
রাত কেটে যায়, তবু দিন কাটে না
ভোর আসেনা তুমি ছাড়া।
তুমি যতই ফেরাও চোখ
জানি ভালোবাসো আমাকেই,
আমি তোমার মাখানো রঙে
ছুঁয়ে ছুঁয়ে যাবো তোমাকেই।
রাত কেটে যায়, তবু দিন কাটে না
ভোর আসেনা তুমি ছাড়া।
তুমি ছাড়া লিরিক্স - অর্ণব দত্ত :
0 Comments