Song : Tui Chara
Singer : Shashwat Singh
Music : Savvy
Lyrics : Pranjal
Director : Rajiv Kumar
Screenplay & Dialogues : Abhimanyu Mukherjee
Presenter : Nispal Singh
Producer : Surinder Films Pvt.Ltd.
Tui Chara Full Song Lyrics In Bengali :
তুই ছাড়া কে আছে আমার
মেঘে মেঘে হারিয়ে যাওয়া,
তুই ছাড়া কে আছে আমার
জল রঙে ছবি আঁকবার।
আর এভাবেই যদি বৃষ্টি নামে
শুরু হবে কিছু কবিতা আবার..
তোর পথে সঙ্গে চলার,
খুঁজি অজুহাত গল্প বলার।
মন, পাহারা,
ভুলে ভাসলো প্রেমেরই জলে,
এক আকাশ, তারারা,
জেগে তুই ভালোবাসবি বলে।
আর এভাবেই যদি বৃষ্টি নামে
শুরু হবে কিছু কবিতা আবার..
তোর পথে সঙ্গে চলার,
খুঁজি অজুহাত গল্প বলার।
তুই ছাড়া লিরিক্স - লাভ স্টোরি :
0 Comments