Song : Tui Ami Chol
Movie : Shahenshah
Singer : Imran mahmudul & Anisha
Tune & music : Imran mahmudul
Lyrics : Snahasish Ghosh
Director: Shamim Ahamed Roni
Choreographer : Baba Yadav
Label : Unlimited Audio Video
Tui Ami Chol Song Full Lyrics In Bengali :
তুই আমি চল,
এক সাথে দল বেঁধে ঘুরি
স্বপ্নের নীলাচল,
ভালোবাসার ফুল তোকে দেবো আমি তুলে
আসবে প্রেমের আলো মনের দ্বার দে খুলে।
তোর হাসিতে তোকে ঘেরা চারপাশ
আলোকিত হয়ে থাকে বারোমাস,
তুই যে মানুষ'রূপী এক পরী
তোর তুলনা কার সাথে যে করি।
খুবই আছি আমি রাজি
তোর সাথে পথ চলতে যে আজিই,
ভালোবাসার ফুল তোকে দেবো আমি তুলে
আসবে প্রেমের আলো মনের দ্বার দে খুলে।
খোলা চুলে প্রিয় ফুলে যখন যাস
ওঠে তখন কেঁপে বুকের বাঁ-পাশ,
দেখি তোকে অবাক দু'চোখে
চাঁদ-কপাল পেয়েছি যে তোকে।
এই হৃদয়ে যাই যে বয়ে
অচেনা ঝড়তে না থামলে,
ভালোবাসার ফুল তোকে দেবো আমি তুলে
আসবে প্রেমের আলো মনের দ্বার দে খুলে।
তুই আমি চল লিরিক্স - ইমরান, আনিসা :
0 Comments