Song : Sunyo Haat
Vocal, Music & Lyrics : Pratik Kundu
Mix & Master : Dipesh
Director : Krish Bose
Edit & Color : Sanjoy Dasgupta
DOP : Subhajit Sil
AD : Supayan Das
Label : The Bong Studio
Sunyo Haat Full Song Lyrics :
চুপ করে বসে ঘরের কোণে
আনমনে তোমার টেলিফোনে,
হারিয়ে যাওয়ার রূপকথার এই দেশে
তবে বাস্তবেতেই ফিরে আসা শেষে।
এলোমেলো এই কোন ঝড়
এলো এক রাতে,
ভেঙ্গে চুরে গেল স্বপ্নের ঘর
আমি ব্যস্ত সাজাতে।
স্বপ্নের মেন রোড ফুটপাত
তোমার হাতেই আমার হাত,
নেশাতুর রাত শেষে ঘরে ফেরা
নিয়ে শূন্য হাত ....
হাসি মুখে কান্নাকে লুকিয়ে
তোর গলিতেই বারে বারে গিয়ে,
দুমড়ে মুচড়ে স্বপ্নগুলো খোঁজা
তবে সব শেষে নিজেকেই ভুল বোঝা।
আর দেরী নেই উঠবে সূর্য
এ মন বোঝে না..
এদিক ওদিক আমার দু'চোখ
তোকে ছাড়া কিছু খোঁজে না..
আজও রয়েছে খালি ফুটপাত
নেই তোর হাতে আমার হাত,
নেশাতুর রাত শেষে ঘরে ফেরা
নিয়ে শূন্য হাত ....
শূন্য হাত লিরিক্স - প্রতীক কুন্ডু :
0 Comments