Song : Sorbohara
Singer : Prottoy Khan & Proma Shekh
Lyric : Kamrul Hasan
Arrangement & Composition : Prottoy Khan
Director : Soumitra Ghose Emon
DOP : Sani Khan
Edit: Anoy Shohag
Color : Ashiquzzaman Apu
Production : Max Bag Entertainment
Sorbohara Full Song Lyrics In Bengali :
আবারও ফিরে আসি তোমার এতো কাছাকাছি
স্মৃতি গুলো বলছে তাই তোমারই আছি।
এই সুখেরই বেদনা শেষ নেই তো জানা
কি করি বুঝিনা, খুঁজি তোমারই ঠিকানা।
এখন আমি আর তো আর আমি নেই
যেন তুমি ছাড়া,
সবই আছে তবু তো কিছু নেই
হয়ে গেছি সর্বহারা।
প্রতিদিন এই আশায় তোমারি অপেক্ষায়
ভালোবাসা ডানা মেলে শূন্য মায়ায়।
আঁধারেরই সীমানায় ঘিরে আবার আঙিনায়
ভুলতে যে পারিনা, মন তোমারই দিওয়ানা।
এখন আমি আর তো আর আমি নেই
যেন তুমি ছাড়া,
সবি আছে তবু তো কিছু নেই
0 Comments