Song: Sunte Ki Pao
Singer: Tahsin Ahmed
Lyrics: Ahmed Risvy
Tune & Music: Ahmed Humayun
Director: Jakaria Showkhin
Edit & Color: Amitav Mazumder
Cinematographer: Shumon Hossain
Label: Soundtek
Shunte Ki Pao Lyrics :
কেন যে রোদ গোলানো একটা দুপুর
তোমার অপেক্ষায়,
কেন যে অনেক কথার গল্প জমে
মনের কিনারায়।
কেন যে বলতে গিয়েও হয়না বলা
প্রেমের গদ্য গান,
কেন যে বুকের ভেতর যাচ্ছি পুষে
নীরব অভিমান।
এইভাবে শত ভাবনায় ভাবি তোমায়
তবু দূরত্ব টা শুধুই বাড়ে,
ভুল করা রোজ নিয়মে যথাক্রমে
তুমি থাকো আমায় ঘিরে।
শুনতে কি পাও?
তুমি হৃদয়ে না বলা কথা,
শুনতে কি পাও?
কেন মন কাঁদে অযথা।
রাত গুলো ভেসে যায় ফিরে আসে ভোর
আমি শুধু পেতে চাই ঘুমের আদর।
এইভাবে শত ভাবনায় ভাবি তোমায়
তবু দূরত্ব টা শুধুই বাড়ে,
ভুল করা রোজ নিয়মে যথাক্রমে
তুমি থাকো আমায় ঘিরে।
শুনতে কি পাও?
তুমি হৃদয়ে না বলা কথা,
শুনতে কি পাও?
কেন মন কাঁদে অযথা..
শুনতে কি পাও গানের লিরিক্স - তাহসিন আহমেদ :
0 Comments