Song : Shailaputri
Singer : Tina Ghoshal
Lyrics : Asish Kumar Ghoshal
Tune : Salil Das
Studio : Gan Bajna Musik Garage
Mix Master : Soumen Pal
Sarod : Prasenjit Sengupta
Esraj & Tar Sanai : Bhaskar Roy
Shailaputri Mata Full Song Lyrics In Bengali :
হিমগিরি সূতা ওগো
শৈল পুত্রী মাতা,
বৃষভ বাহনে এসো
ডানে তোমার ত্রিশূল ওগো
বামে পদ্মধৃতা।
শরৎ আকাশে হাসি
পুঞ্জ মেঘ রাশি,
ঘন দুর্বাদলপরে, শিউলি বিছানো শশী।
যবে তুমি আসো মাগো
নয়ন জলে ভাসি,
ডানে তোমার ত্রিশূল ওগো
বামে পদ্মধৃতা।
হিমগিরি সূতা ওগো
শৈল পুত্রী মাতা,
বৃষভ বাহনে এসো
ডানে তোমার ত্রিশূল ওগো
বামে পদ্মধৃতা।
ষোড়শী তন্বি কন্যা
তুমি মা রূপে অনন্যা,
সোনা গলে পড়ে যেন
পিপাসী অলকানন্দা।
কন্যারূপে এসো মাগো
ধরাধাম হোক ধন্যা,
ডানে তোমার ত্রিশূল ওগো
বামে পদ্মধৃতা।
হিমগিরি সূতা ওগো
শৈল পুত্রী মাতা,
বৃষভ বাহনে এসো
ডানে তোমার ত্রিশূল ওগো
বামে পদ্মধৃতা।
শৈল পুত্রী মাতা লিরিক্স :
0 Comments