Song: Rongila Baby
Movie: Abotar
Singer: Oyshee Fatima Tuz Zahra
Music: Ahmed Humayun
Lyrics: Tarik Tuhin
Director: Mahmud Hasan Sikder
Produced By: Saga Entertainment
Label: Bongo BD
Rongila Baby Item Lyrics :
বন্ধ যত মনের দুয়ার খুলে দে আজ
নাচতে নেমে ঘোমটা কিসের
কিসের এতো লাজ?
রঙ্গিলা এ রংমহলে রঙে গা ভাসাবি আয়
যার মনে যত রঙ বেশি, সে পাবে আমায়।
আমি রঙ্গিলা বেবি দেখে নে আমায়
ও বেবি রঙ্গিলা বেবি ডাকে সব আমায়।
সব হৃদয়ে আমার নামে কামরা আছে খালি
সেয়ানা সব এই বাগানে এলেই সাজে মালি,
সব হৃদয়ে আমার নামে কামরা আছে খালি
কার বুকে যে রাখি মাথা, কার মুখে চুনকালি।
রঙ্গিলা এ রংমহলে রঙে গা ভাসাবি আয়
যার মনে যত রঙ বেশি, সে পাবে আমায়।
আমি রঙ্গিলা বেবি দেখে নে আমায়
ও বেবি রঙ্গিলা বেবি ডাকে সব আমায়।
এই রূপেরই ঝিকিমিকি, ঝিকিমিকি
সবার তির নজরে,
মিষ্টি ব্যাথায় এই আমি সব সোহাগী পাঁজরে।
এই রূপেরই ঝিকিমিকি, ঝিকিমিকি
সবার তির নজরে,
কার মনেতে মলম মাখি কারে ভোগাই জ্বরে।
রঙ্গিলা এ রঙমহলে রঙে গা ভাসাবি আয়
যার মনে যত রঙ বেশি, সে পাবে আমায়।
আমি রঙ্গিলা বেবি দেখে নে আমায়
ও বেবি রঙ্গিলা বেবি ডাকে সব আমায়।
বন্ধ যত মনের দুয়ার খুলে দে আজ
নাচতে নেমে ঘোমটা কিসের
কিসের এতো লাজ?
রঙ্গিলা এ রংমহলে রঙে গা ভাসাবি আয়
যার মনে যত রং বেশি, সে পাবে আমায়।
আমি রঙিলা বেবি দেখে নে আমায়
ও বেবি রঙ্গিলা বেবি ডাকে সব আমায়।
আমি রঙ্গিলা বেবি লিরিক্স - মাহিয়া মাহি :
0 Comments