Song : Amar Posha Moyna
Vocal, Tune & Lyrics : Kishore Palash
Music : Ahmmed Humayun
Cinematography & Direction : Bikash Saha
Edit & Color : S.M. Tushar
Label : G Series
Posha Moyna Full Song Lyrics :
আমার পোষা ময়না কয়না কথা
দুঃখ দেয় দিলে,
পাখি যা রে যা উইড়া যা তুই
উইড়া যা জঙ্গলে,
ও পাখি যা রে যা উইড়া যা তুই
উইড়া যা জঙ্গলে।
ও পাখির এতই অভিমান
কলিজায় মারে টান গো,
পাখির এতই অভিমান
কলিজায় মারে টান গো,
যা রে যা বেঈমান পাখি
আমারে দিয়া ফাঁকি
সুখ পাবিনা তুই এই জীবন গেলে
পাখি, সুখ পাবিনা তুই এই জীবন গেলে
পাখি যা রে যা উইড়া যা তুই
উইড়া যা জঙ্গলে,
ও পাখি যা রে যা উইড়া যা তুই
উইড়া যা জঙ্গলে।
আমার পোষা ময়না কয়না কথা
দুঃখ দেয় দিলে,
পাখি যা রে যা উইড়া যা তুই
উইড়া যা জঙ্গলে,
ও পাখি যা রে যা উইড়া যা তুই
উইড়া যা জঙ্গলে।
ও পাখির এমন ব্যবহার
হয়ে হয় না যে আমার গো,
ভুইলা যা দুস্টু পাখি,
থুইয়া যা রাঙা রাখি
মুখ দেখবো না তোর এই জীবন গেলে,
পাখি, মুখ দেখবোনা তোর এই জীবন গেলে
পাখি যা রে যা উইড়া যা তুই
উইড়া যা জঙ্গলে,
ও পাখি যা রে যা উইড়া যা তুই
উইড়া যা জঙ্গলে।
আমার পোষা ময়না কয়না কথা
দুঃখ দেয় দিলে,
পাখি যা রে যা উইড়া যা তুই
উইড়া যা জঙ্গলে,
ও পাখি যা রে যা উইড়া যা তুই
উইড়া যা জঙ্গলে।
আমার পোষা ময়না লিরিক্স - কিশোর পলাশ :
0 Comments