Odhikar Lyrics (অধিকার) Tahsin Ahmed
Song: Odhikar
Singer: Tahsin Ahmed
Lyric: Mehedi Hasan Limon
Composer: Belal Khan
Music Arrangement: M A Rahman
Label: Agniveena
Odhikar Lyrics In Bengali:
এতো বেশি ভালোবেসেও
জানি নেই অধিকার,
তুমি বুকের কাছে রেখেছো
অভিমানের কাঁটাতার।
তোমার আমার দূরত্ব সমানে সমান
তবু আজও আছে ভালোবাসা বহমান।
মন মরা বিরহী সময় গুলো
মুখ লুকিয়ে একা কাঁদে,
কেউ জানে না আড়ালের কথা
দুঃখরা বুকে বাসা বাঁধে।
দূরের পথ আরও দূরে মিশে যায়
তবু নেই কেন প্রতি কারো পিছুটান,
তোমার আমার দূরত্ব সমানে সমান
তবু আজও আছে ভালোবাসা বহমান।
জানি বোবা কিছু অভিমান
আছে তোমার আছে আমারও,
তবুও আমাদের ভালোবাসা
কারো জন্যে কম নেই কারো।
দূরের পথ আরও দূরে মিশে যায়
তবু নেই কেন প্রতি কারো পিছুটান,
তোমার আমার দূরত্ব সমানে সমান
তবু আজও আছে ভালোবাসা বহমান।
এতো বেশি ভালোবেসেও
জানি নেই অধিকার,
তুমি বুকের কাছে রেখেছো
অভিমানের কাঁটাতার।
তোমার আমার দূরত্ব সমানে সমান
তবু আজও আছে ভালোবাসা বহমান।
অধিকার লিরিক্স - তাহসিন আহমেদ :
0 Comments