Song Name : Nouka Kine Debo
Singer : Silajit Majumder
Nouka Kine Debo Full Song Lyrics :
সনাতন জ্বালাতন করে মারে রোজ
কেউ তো ডাকে না তবু খেতে যায় ভোজ।
গোফ এর ওপরে লেগে ছানা কাটা দই
কে ওকে চাপাবে গাছে কে সরাবে মই।
ওর কথা থাক.. থাক.. থাক..
ওর কথা থাক তুমি অন্য কথা ভেবো,
ওর কথা থাক তুমি অন্য কথা ভেবো
সামনের মাসে,
সামনের মাসে তোমায় নৌকা কিনে দেবো গুরু,
নৌকা কিনে দেবো গুরু নৌকা কিনে দেবো।
তুমি চালাবে নৌকা তুমি তো সব
তোমারই কল্যানে আমার গম, ধান, যব
সব শস্য সব ফুল সব ফল ফোটে
তোমার জন্যে পান, পান্তা, নুন জোটে।
তোমাকে কি করে বলো কিনারা-তে নেবো,
তোমাকে কি করে বলো কিনারা-তে নেবো
কাছে এসো দেখো ঠিক,
নৌকা কিনে দেবো গুরু, নৌকা কিনে দেবো
ও গুরু নৌকা কিনে দেবো,
ও গুরু নৌকা কিনে দেবো।
এদিকে সবুজ ঘাস বেগুনি ওদিকে
গোধূলি এসেছে আলো ধুয়ে গেছে ফিকে
চামচিকে, চামচিকে, কে? চামচিকে
চামচিকে কতকাল দেখিনি যে আর
এ বঙ্গ তোমার নাকি বিবিধ-ভান্ডার
গাছ, মাছ, মনুমেন্ট নিউটার জেন্ডার।
পুরীর পান্ডার মতো ঠিক পিছু নেবো
হুঁ, পুরীর পান্ডার মতো ঠিক পিছু নেবো ও..
পুরীর পান্ডার মতো ঠিক পিছু নেবো
ধরা দিয়ো দেখো ঠিক
নৌকা কিনে দেবো গুরু, নৌকা কিনে দেবো
ও গুরু নৌকা কিনে দেবো।
নৌকা কিনে দেবো গুরু কেন বা দেবোনা
তোমাকে না দিলে আমি দেখতে পাবো না,
কিনারায় দাঁড়িয়ে পড়ন্ত বিকেলে
দুলছো দোদুল তুমি ব্যস্ত তরলে,
হাসছো হাসছো গরু কত তো জড়ালে
রাখাল বালক সেজে কত কি পড়ালে,
অনেক পড়ালে গুরু গড়ালো যে ঢেউ
অনেকে দেখেনি তবু দেখেছে তো কেউ।
যে দেখেছে সেই গুরু কুড়িয়েছে কাঠ
জঙ্গল সাবাড় করে দেখিয়েছে মাঠ,
ঝর্ণার আঁচলে সেই পাথর গুঁজেছে
প্লাসিড ওসান এ সেই অ্যাসিড খুঁজেছে।
খুঁজে পেয়ে মহানন্দে সেই অম্ল স্রোতে
তোমাকে খুঁজেছে গুরু রাত ভোর হতে,
গুরু রাত ভোর হতে, গুরু রাত ভোর হতে..
যাও গুরু খেলা শুরু লেজে পড়লো পা-ও
শক্তি যদি থাকে দেখি কেমনে ঝাঁপাও
গুরু কেমনে ঝাঁপাও।
এক-ভাগ স্থল গুরু আমি কম নেবো
এক-ভাগ স্থল গুরু আমি কম নেবো ও..
এক-ভাগ স্থল গুরু আমি কম নেবো
কাছে এসো দেখো ঠিক,
নৌকা কিনে দেবো হ্যাঁ, নৌকা কিনে দেবো
হুঁ নৌকা কিনে দেবো, হুঁ নৌকা কিনে দেবো,
ও গুরু নৌকা ...
May You Also Like Songs-
0 Comments