Song : Norokbasi
Singer : Rajib Shah
Lyrics & Tune : Fakir Shabuddin
Music : F A Sumon
Director : Mursalin Shuvo
Label : G Series
Norokbashi Full Song Lyrics In Bengali :
আমি যদি আর কোন দিন
তোমার কাছে আসি,
আমি যেন হইরে নরক বাসি
সখি রে.. আমি যেন হইরে নরক বাসি।
আগুনে আর কত জ্বালা
প্রেমনলে হইলাম কালা রে বন্ধু,
আগুনে আর কত জ্বালা
প্রেমনলে হইলাম কালা রে,
তবু আমি পারলাম নারে,
তবু আমি পারলাম নারে
হইতে চরন দাসি।
আমি যেন হইরে নরক বাসি
সখি রে .. আমি যেন হইরে নরকবাসি।
অন্তর কাঁদে কতো দুঃখে
আমি কাঁদি বন্ধুর শোকে রে বন্ধু,
অন্তর কাঁদে কতো দুঃখে
আমি কাঁদি বন্ধুর শোকে রে,
তবু আমি পারলাম নারে,
তবু আমি পারলাম নারে
হইতে চরন দাসি।
আমি যেন হইরে নরক বাসি
সখিরে.. আমি যেন হইরে নরকবাশি।
আমি যদি আর কোন দিন
তোমার কাছে আসি,
আমি যেন হইরে নরক বাসি
সখিরে .. আমি যেন হইরে নরকবাসী।
নরকবাসি লিরিক্স - রাজীব শাহ :
0 Comments