Song : Naam Dhore Dakis
Singer : Sharalipi & Mohammad Joy
Music : Musfiq Litu
Lyrics : Sharif Al-Din
Tune : Nazir Mahamud
Direction : Nawab Nasir
DOP : Emad imran
Edit & Color : Ashiquzzaman Apu
Label : Dhruba Music Station
Naam Dhore Dakis Full Song Lyrics :
আজ না হয় থাক
তুই কালকে আসিস,
আদর করে মনের গায়ে
হাত বুলিয়ে দিস।
আজ না হয় রাত তুই জেগে থাকিস
আমায় ভেবে তারার সাথে কিছু গল্প করিস,
আমার সাথে স্বপ্নে খেলিস প্রেমের চড়ুইভাতি
ইচ্ছে মতো ভালোবাসিস দিলাম অনুভূতি।
তোর গলার নরম স্বরে
আমায় ভালোবেসে নাম ধরে ডাকিস..
আমায় ভালোবাসিস আর নাম ধরে ডাকিস,
আমায় ভালোবাসিস আর নাম ধরে ডাকিস।
তোর খুশিতেই লুটোপুটি আমার কিছু খুনসুটি
ভালোবাসি আমি তোরে,
ভালোবাসার নেই ছুটি।
তোর গলার নরম স্বরে
আমায় ভালোবেসে নাম ধরে ডাকিস..
আমায় ভালোবাসিস আর নাম ধরে ডাকিস,
আমায় ভালোবাসিস আর নাম ধরে ডাকিস।
তোকে দেখার অজুহাতে
মন পালানো তোর সাথে,
অগোছালো এই আমাকে
নে গুছিয়ে তোর দুহাতে।
তোর গলার নরম স্বরে
আমায় ভালোবেসে নাম ধরে ডাকিস..
আমায় ভালোবাসিস আর নাম ধরে ডাকিস,
আমায় ভালোবাসিস আর নাম ধরে ডাকিস।
নাম ধরে ডাকিস লিরিক্স :
0 Comments