Song: Koto Valobasi Tore
Singer: Kazi Shuvo
Lyrics & Tune: Humayun Kabir
Music: Rafi
Director: Saikat Reza
Label: Cd Choice
Koto Valobashi Tore Lyrics :
কেন যে তোর মনের মতো
হইতে পারলাম না,
কত ভালোবাসি তোরে
কইতে পারলাম না।
মনের দুঃখ মনে রইলো,
মনের দুঃখ মনে রইলো
সাইলাম বেদনা..
কেনো যে তোর মনের মতো
হইতে পারলাম না,
কত ভালোবাসি তোরে
কইতে পারলাম না।
তোরেই ভালোবেসে যাবো
জিতি কিবা হারি,
তোর জন্য কষ্ট নদী দিয়ে যাবো পাড়ি।
ভালোবেসে সইতে রাজি,
ভালোবেসে সইতে রাজি হাজার যাতনা।
কেনো যে তোর মনের মতো
হইতে পারলাম না,
কত ভালোবাসি তোরে
কইতে পারলাম না।
নিজে তুই লাটাই হইয়া
আমার বানাস ঘুড়ি,
যেমন করে উড়াস আমায়
তেমন করে উড়ি।
তোর দুঃখে কাঁদি আমি,
তোর দুঃখে কাঁদি আমি,
তুইতো কাঁদলিনা..
কেন যে তোর মনের মতো
হইতে পারলাম না,
কত ভালোবাসি তোরে
কইতে পারলাম না।
মনের দুঃখ মনে রইলো,
মনের দুঃখ মনে রইলো
সাইলাম বেদনা..
কেনো যে তোর মনের মতো
হইতে পারলাম না,
কত ভালোবাসি তোরে
কইতে পারলাম না।
কত ভালোবাসি তোরে লিরিক্স - কাজী শুভ :
0 Comments