Song : Kagojer Nouko
Vocal, Music & Lyrics : Anwesshaa
Acoustic Guitar : Rhythm Shaw
Mixing & Mastering : Kohinoor Mukherjee.
Presented By : Anwesshaa
Kagojer Nouko Full Song Lyrics In Bengali :
চলো ভিজি মনকে ভেজাই
ভালোবাসায় মনকে ভেজাই,
খোলা চুলে বৃষ্টি বাঁধি
সূর্যটা আজ অভিমানী তাই।
ফেলে আসা দিন বাকি থাকা ঋণ
আজকে হঠাৎ মনে পড়ে তাই,
কাগজের নৌকো চলনা বানাই,
চল না ভাসাই,
কাগজের নৌকো চলনা বানাই,
চল না ভাসাই।
শৈশবে আজ চল ফিরে যাই
বাড়ি ফেরা নতুন করে,
বেঞ্চের তলায় কাছে আসে
দুটো আঙ্গুল চুপিসারে।
যত্নে রাখা সেই সব কথা
আজকে হঠাৎ মনে পড়ে তাই,
কাগজের নৌকো চল না বানাই,
চলনা ভাসাই।
চলো ভিজি মন কে ভেজাই
ভালোবাসায় মন কে ভেজাই,
খোলা চুলে বৃষ্টি বাঁধি
সূর্যটা আজ অভিমানী তাই।
কাগজের নৌকো লিরিক্স - অন্বেষা দত্ত গুপ্ত :
0 Comments