Song Name : Jhora Pata
Singers : Habib Wahid & Nancy
Tune & Music : Habib Wahid
Lyrics : Sharmin Sultana Sumi
Video Production : HW Productions
Jhora Pata Full Song Lyrics In Bengali :
ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়,
একা একা ফিরে দেখা, দক্ষিণ হাওয়ায়।
কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার,
অন্ধ বাঁধনে সে পথ চলার।
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে,
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে।
ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়,
একা একা ফিরে দেখা, দক্ষিণ হাওয়ায়।
ভেবো না আমায়
নিয়ে সুখেই আমি আছি
আঁধারে ভয় নেই আর।
তুমি কি এখনও তেমনই আছো
নাকি বিষন্ন আবার?
কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার,
অন্ধ বাঁধনে সে পথ চলার।
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে,
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে।
ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়,
একা একা ফিরে দেখা, দক্ষিণ হাওয়ায়।
ভালবাসার আর বলো ভালো কি আছে
সেই বারান্দাতে আজ।
পাশাপাশি এই সে হাত, লাজুক সে চোখ
আছে কি সেই আদরে।
কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার,
অন্ধ বাঁধনে সে পথ চলার।
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে,
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে।
ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়,
একা একা ফিরে দেখা, দক্ষিণ হাওয়ায়।
ঝরা পাতা উড়ে যায় লিরিক্স - হাবিব ওয়াহিদ, ন্যান্সি :
0 Comments