Song: Je Matir Buke
Singer: Syed Abdul Hadi
Lyrics: Nasima Khan
Tune & Composition: Selim Ashraf
Produced By: Bangladhol Ltd.
Je Matir Buke Ghumiye Ache Lyrics:
যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ্য মুক্তি সেনা,
দে না, তোরা দে না
সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
রোজ এখানে সূর্য ওঠে
আশার আলো নিয়ে,
হৃদয় আমার ধন্য যে হয়
আলোর পরশ পেয়ে।
সে মাটি ছেড়ে অন্য কথাও
যেতে বলিস না..
দে না, তোরা দে না
সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
রক্তে যাদের জেগেছিল
স্বাধীনতার নেশা,
জীবন দিয়ে রেখে গেছে
মুক্ত পথের দিশা।
সে পথ ছেড়ে ভিন্ন পথে
যেতে বলিস না..
দে না, তোরা দে না
সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ্য মুক্তি সেনা,
দে না, তোরা দে না
সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা লিরিক্স :
0 Comments