Song : Jao Hey Shyam Rai
Singer : Neela Mukherjee
Guitar Someshwar : Bittu Bhattacharya
Violin : Oindra kr Dutta
Khol : Dripta Samajdar
Camera work : Rik Rudra Mandal, Sudipto Bera
Editing and colour : Durjoy Chowdhury
Production Manager : Sagnik Bhattacharya
Direction : Ritam Sen
Jao Hey Shyam Rai Kunje Ar Esona Full Lyrics :
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা,
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা
এলে ভালো হবেনা তোমার,
এলে ভালো হবেনা.. আর এসোনা
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা।
গাছ কেটে জল ঢালো পাতায়
এ চাতুরি শিখলে কোথায়?
উচিত ফল পাবে হেথায়,
উচিত ফল পাবে হেথায়,
নইলে টের পাবেনা,
নইলে টের পাবেনা..
আর এসোনা
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা।
করতে চাও শ্যাম নাগরালী
যাও যেথা সেই চন্দ্রাবলী,
এ পথে পড়েছে কালি,
এ পথে পড়েছে কালি
সে কালি আর যাবেনা,
সে কালি আর যাবেনা..
আর এসোনা,
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা।
কেলে বন্ধু জানা গেলো
উপরেও কালো ভিতরেও কালো,
লালন বলে উভয় ভালো,
লালন বলে উভয় ভালো
আমি করি উভয়ের বন্দনা,
আমি করি উভয়ের বন্দনা..
আর এসোনা,
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা,
এলে ভালো হবেনা তোমার,
এলে ভালো হবেনা.. আর এসোনা
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা।
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা লিরিক্স - ফকির লালন :
0 Comments