Recents in Beach

Eseche Sarat Himer Paras Poem Lyrics (এসেছে শরৎ হিমের পরশ)

Eseche Sarat Himer Paras Poem Full Lyrics Song (এসেছে শরৎ হিমের পরশ)
Poem: Eseche Shorot Himer Porosh
Book: Sahaj Paath
Writer: Rabindranath Tagore

Eseche Sarat Himer Paras Poem Lyrics In Bengali:


এসেছে শরৎ, হিমের পরশ
লেগেছে হাওয়ার পরে,
সকাল বেলায় ঘাসের আগায়
শিশিরের রেখা ধরে।

আমলকী-বন কাঁপে যেন তার
বুক করে দুরু দুরু,
পেয়েছে খবর পাতা খসানোর
সময় হয়েছে শুরু।

শিউলির ডালে কুঁড়ি ভরে এল
টগর ফুটিল মেলা,
মালতীলতায় খোঁজ নিয়ে যায়
মৌমাছি দুই বেলা।

গগনে গগনে বরষন শেষে
মেঘেরা পেয়েছে ছাড়া,
বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে
নাই কোনো কাজে তাড়া।

দিঘি-ভরা জল করে ঢল্ ঢল্
নানা ফুল ধারে ধারে,
কচি ধানগাছে খেত ভরে আছে
হাওয়া দোলা দেয় তারে।

যে দিকে তাকাই সোনার আলোয়
দেখি যে ছুটির ছবি,
পূজার ফুলের বনে ওঠে ওই
পূজার দিনের রবি।

এসেছে শরৎ হিমের পরশ কবিতা লিরিক্স : 

Post a Comment

0 Comments