Recents in Beach

Durga Puja Bengali Romantic Quotes (দূর্গা পূজা প্রেমের স্ট্যাটাস)

Durga Puja Bengali Romantic Quotes (দূর্গা পূজা প্রেমের স্ট্যাটাস) 

দূর্গা পূজা বাংলা প্রেমের কবিতা স্ট্যাটাস :

এবার পুজোয়
অঞ্জলি টা দেবো তোমার সাথে,
আমি চালাবো স্কুটি আর
তুমি বসবে ব্যাক সিটেতে। 
পুজোর কটাদিন আড়াল করে
হাতটা চেপে ধরা,
পুজোর কয়দিন সকাল বিকেল
চুটিয়ে প্রেম করা।

প্রথম যেদিন দেখি তোমায়
ছিল সপ্তমীর রাত,
অষ্টমীতে আবেগী মন
বন্ধু হতে বাড়িয়েছিলো হাত।

রাত জেগে ভোর বাড়ি
ঘুমের সঙ্গে আড়ি,
অষ্টমীর দুস্টুমীতে প্রেমের লুকোচুরি।

অষ্টমীতে তোমায় কাপড় সাজে দেখে
আমার হৃদয় আহ্লাদে আটখানা,
তুমি আমার ইন্সপিরেশন
তুমি আমার ভাবনা।

পুজোর সাজে লাগছে তোমায়
মন মাতানো অপরূপ সুন্দরী,
আমার হৃদয়ের হৃদমাঝারে
তোমায় খুব দরকারি।

পুজোর আগে অপরূপা
মন পাগল করে দিলে,
পুজোর সাজে শারদ সাঁঝে
ঘুরবো দুজন মিলে।

চোখ খুলতেই খুঁজি তোমায়
শরতের আকাশে,
চোখের কোনে ঘুম তখনও
লুকিয়ে মুচকি হাসে।

খাতার পেছনে আঁকিবুকিতে
তোমার নামের ডিজাইন,
তোমায় নিয়ে স্কুটিতে বসে
ঘুরবো পুজোর চারটে দিন। 

May You Also Like Songs- 

Post a Comment

0 Comments