Song: Chole Gechho Tate Ki (New Version 2019)
Vocal: Saif Zohan
Tune: Inspired by Anak
Lyrics: Saif Zohan
Music: R Joy
Edit: Saif Zohan
Chole Gecho Tate Ki Lyrics :
চলে গেছো তাতে কি
ভালোবেসে মরেছি,
তুমি আছো হৃদয়ের আয়নায়।
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না?
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না?
হাসতে কেন তুমি শেখালে আমায়
কেনই বা বলো কাঁদালে?
কেন করেছিলে এতটা আপন
যদি হারাবে আড়ালে।
আজ সব স্মৃতি কি
বলো হয়ে গেছে শেষ বলোনা ?
কেন হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে
ধরেছিলে এই হাত,
জানো কি তুমি ছাড়া কিভাবে কাটে
একাকী আমার এই রাত।
আজ সব চাওয়া কি
বলো ফুরিয়ে গেছে বলোনা?
বলেছিলে এক আকাশে উড়বো আজীবন
চুপিচুপি হবে আলাপন,
হাতে হাত রেখে কাটাবো জীবন
কথা হবে অকারণ।
আজ সব কথা কি
বলো হয়ে গেছে শেষ বলোনা?
চলে গেছো তাতে কি নতুন গানের লিরিক্স :
0 Comments