Song Name: Bola Jaye Na
Singers: Akriti Kakar & Arko
Music & Lyrics: Arko Pravo Mukherjee
Music Production, Mixing, and Mastering: Jefferd Hunt
Creative Producer: Storiboat
Music Label: SVF Music
Bola Jaye Na Lyrics:
স্বপ্নের মাঠে শুধু আনাগোনা,
আনাগোনা শুধু তোমার
ভরা স্মৃতিপটে সবই আলপনা,
আল্পনা শুধু তোমার।
হাতছানি দেখি যেন,
আবছানি শীতে কেন,
তবুতো তোমাকে ছোঁয়া যায়না।
ভেজা হৃদয়ের মাটি,
যতই একাকী হাঁটি,
তোমার ঠিকানা পথ পায়না।
শুধু তোর জন্যেই রয়ে গেলো
যে কথা কাউকে বলা যায় না।
বলা যায় না, বলা যায় না
সে কথা কাউকে বলা যায় না।
তুই ছায়া, তুই মায়া
তুই ছাড়া সব যায় ভুলে যাওয়া,
তোর চোখে সব চাওয়া
যাবে কবে যে আবার দেখা পাওয়া।
ভেবে মরে মন, আর কতক্ষন
এই দু'নয়ন যবে তৃষিত,
সারাটাজীবন চোখে ছবি তোর
গান সবই তোর অপ্রকাশিত।
ভেজা হৃদয়ের মাটি,
যতই একাকী হাঁটি,
তোমার ঠিকানা পথ পায়না।
শুধু তোর জন্যেই রয়ে গেলো
যে কথা কাউকে বলা যায় না।
বলা যায় না, বলা যায় না
সে কথা কাউকে বলা যায় না।
শুধু তোর জন্যেই রয়ে গেলো
সে কথা কাউকে বলা যায় না..
বলা যায় না, বলা যায় না
যে কথা কাউকে বলা যায় না।
0 Comments