Song Name: Bhalobasha Hoye Geche
Singers: Pijush & Hafiza
Music & Lyrics: Pijush
Music Arrangements: Dipesh Chakraborty
Mix & Master: Dipesh Chakraborty
Director: Krish Bose
Producer: The Bong Media
Edit & Color: Sanjoy Dasgupta
DOP: Subhajit Sil
Chief AD: Supayan Das
Label: The Bong Studio
Bhalobasha Hoye Geche Lyrics In Bengali:
যে নামে আমায় ডাকো তুমি
সন্ধ্যে নামার আগে,
শোনো, সে নাম আমার
ভালোবাসা হয়ে গেছে।
নিজেকে তোমার ভাবি আমায়
আমার ভাবার আগে,
শোনো, তোমার নামেই
ভালোবাসা হয়ে গেছে।
আঁধার আকাশ, আমার মনের
তোমার আলোয় ভরিয়ে দাও।
মনখারাপের, অনুতাপের
গল্পকথা শুনিয়ে যাও।
বেনামী খামের ভিড়ে
তোমার চিঠি চেনা হয়ে গেছে,
শোনো, তোমার নামেই ভালোবাসা হয়ে গেছে।
যে নামে আমায় ডাকো তুমি
সন্ধ্যে নামার আগে,
শোনো, সে নাম আমার
ভালোবাসা হয়ে গেছে।
তোমাকে না বলে,
তোমায় ভেবে গিয়েই আমার সূর্য ডোবে,
চাঁদের পাশে রাত্রি আসে যখন, তোমায় তখন ..
আবার, কিকরে বোঝাবো
এখনও আমি তোমার কথায় অভিমানী,
রাত্রি জুড়ে খুশির সুরের গান বানাবো আজ,
শোনাবো আজ ...
কেমন করে নতুন সকাল সাজানো যায়
কখন তোমায়.. খুব সহজে
আমার কাছে ফেরানো যায়..
যে নামে আমায় ডাকো তুমি
সন্ধ্যে নামার আগে,
শোনো, সে নাম আমার
ভালোবাসা হয়ে গেছে।
নিজেকে তোমার ভাবি আমায়
আমার ভাবার আগে,
শোনো, তোমার নামেই
ভালোবাসা হয়ে গেছে।
শোনো, সে নাম আমার
ভালোবাসা হয়ে গেছে..
ভালোবাসা হয়ে গেছে লিরিক্স :
0 Comments