Song: Bhalo Lagar Hawa
Drama: Best Friend 2
Singer: Abir Biswas
Lyrics: Anwar Hossain Ador
Music & Tune: Piran Khan
Director: Probir Roy Chowdhury
Label: Cd Choice
Bhalo Lagar Hawa Full Song Lyrics :
মনের পুরোটা জুড়ে যেন
তুলো মেঘের আনাগোনা,
চোখের ভিতর গভীর কোনো
অদেখা এ স্বপ্ন বোনা।
ভীষণ এক ভালো লাগার হাওয়া, আ হা..
কেমন যেন যাচ্ছে ছুঁয়ে হৃদয়, ও হো..
এই বুঝি কিছু হোতে পারে আমার..
মন লিখে ফেলে সহজ পরিচয়, হো হো।
ভীষণ এক ভালো লাগার হাওয়া, আ..
কেমন যেন ছুঁয়ে যাচ্ছে হৃদয়, এ হৃদয়
এই বুঝি কিছু হতে পারে আমার..
মন লিখে ফেলে সহজ পরিচয়, পরিচয়।
জানলার ওপাশে চেনা ওই পৃথিবী
এঁকে যায় যেভাবে মন জানে সবই,
ঠিক সেভাবে মন চিনে ফেলে, রং
খুঁজে পায় কথার মন হয় কবি।
ভীষণ এক ভালো লাগার হাওয়া, আ ..
কেমন যেন যাচ্ছে ছুঁয়ে হৃদয়, ও হো..
এই বুঝি কিছু হোতে পারে আমার..
মন লিখে ফেলে সহজ পরিচয়, হো হো।
ভালো লাগার হাওয়া লিরিক্স - আবির বিশ্বাস :
0 Comments